
ভাঙবো তালা লাথি দিয়ে
মনে সাহস মুক্তি নিয়ে
তোদের রচা গারদশালায় মুক্তি লেখা নাই রে মন,
মুক্তি নেশায় মুক্ত হতে লাগলে যাবো বৃন্দাবন।
রক্তে মোদের মুক্তি আঁকা একাত্তুরের গৌরবে,
ছড়িয়ে দিবো তাহা মোরা মুক্তি নিয়ে সৌরভে।
ঐ গারদে ভিম কারার ঐ হিম করা এক মৃত্যুবাণ,
ভেঙ্গে তাহা গায়ের জোরে করবো কারার অবসান।
মৃত্যু আমার লেখা যখন এই ধরাতে জন্ম নেই,
মৃত্যু দিয়ে জাগবে ভুবন আমি কবির মৃত্যুতেই।
আজ না হলে হবে না ভাই
না করে সব পালাই পালাই
একটু সামনে এগিয়ে এসে হাতটা আমার ধরো,
মুক্তি নেশায় মাতাল হয়ে মুক্ত স্বদেশ গড়ো।
না চাইলে ভাই মুক্ত হতে গারদশালা ভাংবে না,
পরাজয়ে থাকবে ঘিরে মুক্তি রামে রাংবে না।
আসবে না ভাই মুক্তি কভু নিঠুর হওয়া ভবে,
যেভাবেই হোক এক হয়ে সব মুক্ত হতে হবে।।
রাহাত হোসেন
৪টি মন্তব্য
খসড়া
লাথি মার ভাঙরে তালা
যতসব বন্দিশালায়
আগুন জ্বালা ফেল উপারি।
মুহাম্মদ আরিফ হোসেইন
বিদ্রোহীর প্রেরনা নিশ্চয়ই।
খুব ভালো লিখছেন।
আবু খায়ের আনিছ
বিদ্রোহী আগুনে জ্বালা ধরানো কবিতা। ভালো লেগেছে।
রিমি রুম্মান
জাগরণের লেখা।
শুভকামনা -{@