
ঠুনকো প্রেম
ফারজানা আক্তার
কখনো আসলে হয়েছিল প্রেম?
মনের দূরত্ব কখনো গুছেনি।
কোন ছিল না আবেগ,চাওয়া
তাতে কি কোন প্রেম থাকে?
কখনো মনের যত্ন নিয়েছ?
আমার ভাল লাগা জেনেছ
কোন ফুল ভালবাসি
কোন রং প্রিয়,প্রিয় জায়গা।
সারা দিন কোন কথা হয়?
ব্যাকুলতা দেখি নি কখনো,
প্রিয় কোন উপহার দিয়েছ?
এক দিন যাক,পাঁচ দিনেও
কোন কথা হয় নি অনেক দিন।
নিজের সুখের কথা,ব্যাথার কথা
ভাগাভাগি হয়েছে কখনো সখনো
আড়াল করেছ নির্বাক থেকে
দু এক কথা বলে পরখ করতে আস
সামলিয়ে অন্য কোন অজানা প্রহর।
ভেবেছ ঠুনকো ভঙ্গুর এক মন
যখন আসি পাব অনায়াসে,
ভেবেছ ভুল তুমি, নয় আমি
দিব মুক্তির হাসি,উড়ে যাও।
মুক্তি,তোমার নয় আমার
আজাদ পেয়েও ব্যথিত মনে
এক শারদীয় বাঁশির সানাই।
যাও তবে সেথায় তোমার মত
ফিরে চাইবে না ইতির ঠিকানায়।
আশকারা দিয়েছি চাহর করেছি
অনুঘটন ভাবার বাইরে নয়।
কপাল পুড়েনি নিঃস্ব হয়নি
উজাড় করে নি কিছু
না জান কথা বলতে
ভালোবাসা একদম শূন্য।
ঠুনকো প্রেমের সমাপ্তি
বেদনা হয় শুধু তার প্রাপ্তি।
১৩টি মন্তব্য
রিতু জাহান
ভালবাসা শূন্য হয়ে ওঠে একতরফা হতে হতে৷
অবহেলা অবজ্ঞাগুলো দুমড়ে মুচড়ে দেয় প্রেম নামক অনুভূতি।
ফারজানা আক্তার
জি অসাধারণ বলেছেন প্রিয়।
আলমগীর সরকার লিটন
সুন্দর আবেগময় প্রকাশ কবি আপু
ফারজানা আক্তার
ধন্যবাদ,ভাইয়া
হালিমা আক্তার
আবেগীয় অভিমান প্রকাশ। শুভ কামনা রইলো।
ফারজানা আক্তার
ধন্যবাদ ম্যাডাম
আরজু মুক্তা
ঠুনকো প্রেমের এই অবস্থা। শূন্যতা আর নীরবতাই প্রাপ্তি।
আপা আপনি সুন্দর কবিতা লিখেন
ফারজানা আক্তার
ধন্যবাদ।আপনার লেখা অসাধারণ।
রেজওয়ানা কবির
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও গান হলেও সব বেদনা কি আর মধুর হয় তবেতো এই ঠুনকো প্রেমে মানুষ কষ্ট পেত না। শুভকামনা
ফারজানা আক্তার
জি,অবশ্যই চরম সত্যি কথা
সাবিনা ইয়াসমিন
মনের দুরত্ব থেকে গেলে সেই প্রেমে কখনো পূর্ণতা আসে না। প্রেম/প্রাপ্তি/ সমাপ্তি শুধুই একার জন্যে।
শুভ কামনা 🌹🌹
** শিরোনাম, লেখকের নাম পোস্টের শুরুতে উল্লেখিত থাকে। লেখার সাথে বাড়তি করে দেয়ার প্রয়োজন নেই। লেখার ঘরে শুধু মূল লেখাটিই লিখুন।
❝ ছবি সংযোজন করলে লেখার একদম নীচে * ছবি-নেট থেকে বা প্রাপ্তিস্থান দিন।❞
ব্লগিং এ কোন সহায়তার প্রয়োজন হলে ফেসবুকের সোনেলা গ্রুপে পোস্ট দিয়ে জেনে নিতে পারবেন।
হ্যাপি ব্লগিং 🌹🌹
ফারজানা আক্তার
জি ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমময় আবেগের প্রকাশ — ভেবেছ ঠুনকো ভঙ্গুর এক মন
যখন আসি পাব অনায়াসে,
ভেবেছ ভুল তুমি, নয় আমি
দিব মুক্তির হাসি,উড়ে যাও।