আমার ছেড়ে আসার আর কিছু নেই। যাকিছু আমি বর্জন করতে চেয়েছি, সেসব আমাকে আর স্পর্শ করতে পারে না। এটা আমার সফলতা। সেজন্য অভিনয় বা সামাজিকতা রক্ষার স্বার্থে মিথ্যে কিছু বলতে বা করতে হয় না আমার। এই পাওয়া যেন ব্যক্তিত্বের ক্ষেত্রে এক ধরনের মাথা নত না করা। আমি জানি, “এই মাথা নিচু না করা” বেশিরভাগ সুষ্ঠ মানুষের ব্যাক্তিগত এবং অমূল্য চাওয়া।
আমি পরিষ্কার, তবে আমি সবার জন্য না।
রবীন্দ্রনাথের সাথে সেই অন্ধ, বাক-শ্রবণশক্তিহীন হেলেন কেলারের সাদাকালো ছবিটার কথা মনে আছে? তিঁনি বলেছিলেন “শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা”।
ভালো থাকুন সকলে…
– ২৬শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
– রাত ৩ টা বেজে ২৩ মিনিট
৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই উপলব্ধিকর শব্দগুলো
অনেক শুভেচ্ছা রইল———-
রোকসানা খন্দকার রুকু
সহনশীলতা ছাড়া কিছুই হয় না। অশেষ শুভকামনা 🌹
হালিম নজরুল
শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা।
বাহ।
হালিমা আক্তার
সহনশীলতার বিকল্প নাই। বর্তমান সময়ে এর অভাব প্রকট। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
মানুষের মাঝে মানুষ সহনশীল হলে সমাজে আর কি বা লাগে? দারুন বলেছেন।