মহাকাল

মিজভী বাপ্পা ১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার, ০২:৪৩:০৬পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

ভয়ানক শব্দে প্রকম্পিত করে তুলেছে চারিদিক উত্তাল,
বদ্ধ নেশায় পরিপূর্ণ যেন কোন এক উন্মাদ মাতাল,
ভেঙ্গে দিয়ে সব অশুভ শক্তির নীল মায়াজাল,
ধেয়ে আসছে অপ্রতিরোধ্য প্রলয়ংকারী মহাকাল।

আলোর তীব্র গতির মত সে যে বেগবান,
সর্বত্র বজায় থাকে তার সুদৃঢ় অবস্থান।
তার আগমনে প্রারম্ভ হয় যুদ্ধের আহবান,
চারিদিক করে দিয়ে যায় ধ্বংসযজ্ঞের মহাশ্মশান।

অস্থির অজেয় অপরাজিত সে সব কিছুতেই,
অপ্রতিরোধ্য থাকে সে যে কোন বাধাতেই।
বিরামের অবকাশ নেই তার কোন কিছুতেই,
ধ্বংস যজ্ঞ রচনা করাই তার উদ্দেশ্য প্রতি মূর্হুতেই।

ধ্বংস যজ্ঞের প্রারম্ভের অপেক্ষায় ছিলো অনন্তকাল,
সকল বাধা পেরিয়ে ফিরে এসেছে প্রলয়ংকারী মহাকাল।

৯৬৪জন ৯৬৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ