
সেদিনও পলাশ, কৃষ্ণচূড়া ফুটেছিল। ফুটেছিল শিমুল। ভালোবাসার আবির মেখে সেজেছিল আকাশ। ফাগুনের বসন্ত বাতাসে কনে বউ লাজে টেনেছিল ঘোমটা। লাল শাড়ির আঁচল স্নান করেছিল শহিদের বুকের রক্তে। ফাগুনের আগুন ঝরে পড়েছিল রাজপথে। রক্তের হোলি খেলায় মেতে ছিল শাসকের বুলেট। ওরা জানে না, বাঙালির বুকে শুধু ভালোবাসা থাকে না। ওই বুক চিরে বের হয়ে আসে ভিসুভিয়াসের আগুন। প্রিয়তমার চুম্বনে আগুনের ফুলকি হয়ে জ্বলে উঠেছিল কৃষ্ণচূড়া। রক্তের রঙ আর পলাশ, শিমুল হয়েছিল একাকার। সৃষ্টি হয়েছিল একটি একুশের। একুশ একটি সংখ্যা নয়, নয় কোন দিন ক্ষণ। একুশ আমার ভাইয়ের রক্তে কেনা বাংলা বর্ণমালা। একুশ আমার অহংকার। একুশ আমার ভালোবাসা।
ছবি সংগ্রহ- নেট থেকে।
৪টি মন্তব্য
শামীনুল হক হীরা
চমৎকার লিখেছেন প্রিয়।।শুভকামনা সতত💝💝⚘⚘
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
অসম্ভব সুন্দর লেখা । ভালো থাকবেন আপু। শুভকামনা অনেক ।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।