ভালোবাসা ভালোবাসি

মুহাম্মদ আরিফ হোসাইন ৪ মে ২০১৬, বুধবার, ১২:৪৪:৩৬পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

মেয়েটা বললো ” I love You…

ছেলেটা বললো ” হু….

মেয়েটা কিঞ্চিত অবাক হইয়া বলিলো ” হু মানে! এতদিন আমার পিছে ঘুর ঘুর করছো! আমি ভাবলাম তুমি লজ্জা পাচ্ছ বলতে! তাই আমিই বললাম! আর এখন ভাব ধরো!!

ছেলেটা বললো ” হু…..

অতপর মেয়েটা কেঁদে দিলো। ;(

তারপর ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকালো! হাত ধরলো শক্ত করে। তারপর বললো ভালোবাসি ভালোবাসি! মন প্রাণ উজাড় করে ভালোবাসি!

মেয়েটা একটু হাসলো ! তবে চোখের অশ্রু পড়া বন্ধ হয় নি। বললো ” তুমি এমন করলে কেন?

ছেলেটা বললো ” স্যরি! আসলে একটু স্মরণীয় করে রাখতে ইচ্ছা হলো মুহূর্তটা।

মেয়েটা ছেলেটার দিকে এমন মায়াভরা চোখে তাকালো যে চোখের দিকে তাকিয়ে হাজার বছর কাটিয়ে দেয়া যায়! (3

৪৭৯জন ৪৭৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ