
একদিন মধ্যরাতে
কোনো কারণে ঘুম ভেঙে গেছে সমুদ্রের
আধো বন্ধ আধো খোলা চোখ
হঠাৎ দেখতে পেলো তার সিথানে
তারই দিকে চেয়ে একটি মেয়ে রয়েছে দাঁড়িয়ে
খোলা চুল সাদা শাড়িতে আবৃত মেয়েটি
হাতে রয়েছে শ্বেত শুভ্র একগুচ্ছ পুষ্পস্তবক
ভয়ার্ত তার দৃষ্টি; অবিরত ঘামছে সে
কাঁপা কাঁপা কন্ঠ; অস্পৃষ্ট শব্দ
-কে?
=আমি প্রীতিলতা।
-তুমি! তুমি এখানে কী করে এলে? এতো রাতে এই বন্ধ ঘরে আর এমন বেশভূষা কেনো?
=আমি এখন যেকোনো সময় যেকোনো জায়গায় যেতে পারি। বন্ধ ঘরে ঢুকতে পারি অনায়াসে। আর বেশভূষা! আমি জানি তোমার পছন্দ না। কিন্তু আমি নিরুপায়।
-মানে! একজন মানুষ কী করে বন্ধ ঘরে আসতে পারে?
=মানুষ হয়তো পারে না কিন্তু মানুষের অশরীরী আত্মা পারে।
চোখে মুখে তার ভয়ঙ্কর ভয়ের ছাপ; কপালে বিন্দু বিন্দু ঘাম
-প্রীতিলতা কী বলছো এসব? অশরীরী আত্মা মানে!
=হ্যাঁ সমুদ্র অশরীরী আত্মা! আমি আর মানুষ নেই। মরে গেছি আমি
-মরে গেছো তুমি! কখন কীভাবে?
=মরে তো আমি সেদিনই গেছিলাম সমুদ্র যেদিন আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আর তারপর তোমাকে হারিয়ে দিনকে দিন যন্ত্রণার যাঁতাকলে পিষ্ট হচ্ছিলাম। ঘাস ফড়িং পদতলে পিষ্ট হলে যেমন ছটফট করে, ঠিক তেমনই ছটফট করছিলাম। তোমাকে ছাড়া বেঁচে থাকা ভয়াবহ যন্ত্রণার ছিল। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তাই একদিন সিদ্ধান্ত নিলাম সুইসাইড করার। মরেই তো গেছি শুধু প্রাণহীন অথর্ব দেহটাকে টেনে নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। তাই মরে গেলাম।
-প্রীতিলতা এটা তুমি কী করলে, কেনো করলে এমন? আমি তো বলেই ছিলাম ফিরে আসবো। একটু অপেক্ষা করতে পারলে না! কেনো এভাবে নিজেকে শেষ করে দিলে?
=আমি যে আর সইতে পারছিলাম না সমুদ্র। বেঁচে থেকেও মরছিলাম। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারিনি।
-প্রীতিলতা আমাকে তুমি ক্ষমা করো। আমার ভালোবাসা তোমাকে বাঁচতে দিলো না।
=সমুদ্র তুমি দেখতে আসবে আমায়? আসবে আমার কবরে এক মুঠো মাটি দিতে?
-আসবো প্রীতিলতা, আসবো তোমার কাছে। তোমার জীবনদশায় তোমার কাছে আসতে পারিনি। এই ব্যর্থতার গ্লানি ঘোচাতে অবশ্যই আসবো আমি। আসবো প্রীতিলতা।
ঠিক এমন সময় ফজরের আযান কানে পড়লো। ধুর মুর করে উঠে বসলো সমুদ্র। ঘামে ভেজা পুরো শরীর। মনে মনে বললো, শুনেছি ভোরের স্বপ্ন সত্য হয়। মায়ের মুখে শুনেছি স্বপ্নে প্রিয়জনের মৃত্যু দেখলে নাকি কোনো না কোনো মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কী কারো প্রস্থানের খবর আসবে!?
বিঃদ্রঃ অনেক দিন পর প্রিয় প্রাঙ্গণে আসতে পেরে আমি ভীষণ ভীষণ আনন্দিত।
১২টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
অনেকদিন পর ফিরলেন ভীষন খুশি লাগছে। অনেক মিস করেছি। এবার জমবে আবার আগের মতো। কলম চলুক দূর্বার লেখিকার দূর্বার গতিতে।
শুভকামনা ও ভালোবাসা সবসময়।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ। আবার অনেক অনেক মজা করবো আমরা। প্রতি মুহূর্ত মিস করেছি আপু আপনাদের সবাইকে। ভালো থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
অনেকদিন পরে আপনার লেখা পেলাম আপু। সত্যি অনবদ্য। তবে স্বপ্নকে ভয় পাবার কিছু নেই। স্বপ্ন অবচেতন মনের খেয়াল।
নিয়মিত আপনার লেখা চাই কিন্তু।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ। এখন থেকে আবার নিয়মিত হবো ভাইয়া। স্বপ্ন সে তো স্বপ্নই। স্বপ্নে ভয় না পেয়ে শক্তি আর উপকরণ বানাতে হবে। তবেই তো স্বপ্ন সত্যি হবে 😃😃
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
অনেক দিন পরে আপনার লেখা পড়তে পেরে ভালো লাগছে খুব। প্রতিদিন একটি পোস্ট , দ্রুততম সময়ে সেঞ্চুরি পোস্ট , মন্তব্যে শীর্ষে অবস্থান নিয়ে ব্লগকে মাতিয়ে রেখেছিলেন। কি যে হলো আপনার বুঝতে পারছি না।
ঘুমন্ত মানুষের কাছে আত্মা এলে ভয়েরই কারন হয়। এমন যেন বাস্তবে না হয় কারো জীবনে।
গল্প ভালো লেগেছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনেক দিন পর ফিরতে পেরে আমারও ভালো লাগছে ভাইয়া তবে আমি বেশ হতভম্ব! এ কি অবস্থা ব্লগের
আগে প্রত্যেকের লেখায় কত কত মন্তব্য থাকতো কিন্ত এখন তা আর চোখে পড়ছে। যে যার মতো লিখে চলে যাচ্ছে। না পড়ছে লেখা না করছে মন্তব্য। এটা যদিই ভাবিয়ে তুলেছে আমাকে। দু একজনের পোস্টে ছাড়া খুব একটা কমেন্ট পড়ছে না।
সে যা হোক ফিরে আসতে পেরেছি যখন তখন আবার সোনেলা ব্লগবাসিকে মাতিয়ে রাখবো ইনশাআল্লাহ
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
সুস্বাগতম।
গল্প ভালো লাগলো। নিয়মিত আশা করছি।
শুভ কামনা
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত হবো আপু
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
এতদিন পরে ফিরে এসেই এমন ভুতুড়ে পোস্ট! হুট করে চমকে দিতে এসে ভয় দেখাচ্ছেন কেন আমাদের!
অনেক মিস করেছি আপনাকে,, তাই
ওয়েলকাম ব্যাক 🙂
* গল্প কিনা বুঝলাম না, তবে যেটাই লিখেছেন ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমিও খুব মিস করেছি আপু আপনাদের।
এটা একটা স্বপ্নকল্পিত কথোপকথন
কোন বিভাগে দেবো বুঝতে না পেরে গল্পেই রেখেছি
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
হালিমা আক্তার
স্বপ্ন যদিও সত্যি নয়। তবে এ ধরনের স্বপ্ন আমাদের মনে আশঙ্কা জায়গায় প্রিয়জনের অমঙ্গলের কথা ভেবে। খুব ভালো লাগলো। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
ঠিক তাই
প্রিয়জনের অমঙ্গল সবসময়ই চিন্তিত করে রাখে আমাদের
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সবসময়