
এক এক করে খুলে ফেলছি বুকের ছাতি
কবিতার ভেতর বারংবারই আমি ভুল পথে হাঁটি।
ভুল মানুষের সাথে সখ্যতা হয়,
দু’দণ্ড জিরোই তার বুকের উঠোনে।
ঠান্ডা জল পান করি অজলা ভরে,
খানিক বাদে সে মুচকি হাসে, বলে –
পথিক এতো জল নয় বিষ,
এখনি শুরু হবে তার ক্রিয়া।
আমি নির্বাক চোখে তাকিয়ে থাকি উঠুনে বেড়ে উঠা সবুজ লাউ ডগার দিকে, সেখানে বসে আছে একটা সবুজ টিয়া।
চোখ বুজে আসে, নিখাঁদ ঘুমে তলিয়ে যায় পৃথিবী।
আর আমি নক্ষত্রের পতনের শব্দে ঘুমিয়ে পড়ি।
…
৩টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার কবিতা। ভুল পথে হেঁটে হেঁটে ক্লান্ত জীবন। অমৃত মনে করে তুলে নেয় গরল। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
এটাও জীবনে দরকার। তা না হলে ভুলকে চেনা হবে কি করে?
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা