বর্তমানের বাংলাদেশ

নার্গিস রশিদ ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:২৬:৫৮অপরাহ্ন কবিতা ১ মন্তব্য
বর্তমানের বাংলাদেশ
 
আসছে ফাগুন
আমরা আগুন
বাংলার আকাশে উড়ছে শকুন
মাটিতে হায়েনা
দেশ আজ ভুলন্ঠিতো ,দুর্ভিক্ষের হাতছানি
চারদিকে হাহাকার যেন কি নাই, কি নাই
হ্যাঁ নির্দেশনা দেয়ার কেউ নাই
অমাবশ্বার অন্ধকারে নিমজ্জিত দেশ
জাগতে হবে, তাড়াতে হবে ভূত, জাগাতে হবে সব মানুষকে
জেগে উঠো বাংলাদেশ
জনগনের সাথে তামাশা নয় , রাজনীতি বদমায়েশীর লীলাক্ষেত্র নয়
 
লেখিকাঃ হুসনুন নাহার নার্গিস ,লন্ডন
২০৩জন ১৪৬জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ