ফেসবুক শেষ পর্বের আগের পর্ব

হৃদয়ের স্পন্দন ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ১১:১৬:২৩অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

গত দুই দিন কোনো খবর নাই নুসারাতের,
আবির ও একটু ব্যাস্ত হয়ে পরেছে,
বেশি একটা অনলাইনে যাওয়া হয়না তার, তারপরেও
দিনে দু একবার যেতেই হয়, নুসারাত
কে একটা টেক্সট করেই বিদায় নেয় সে,
কোনো রিপ্লায় নেই,
কিছুটা চিন্তা যেনো আবির কে গ্রাস
করে রেখেছে।
দেখা হবার পর মাত্র একবার
কথা হয়েছে নুসারাতের সাথে তাও
ফোনে মাত্র ৩ মিনিট, নুসারাত ও বিজি,
অনলাইনে যাওয়া হয়না তার ও। দুজন দুজনের মত
ব্যাস্ত সময় পার করছে,
আজ
রাতে কেনো জানি মনে হচ্ছে কথা হবে নুসারাতের
সাথে, আবির জানেনা কেনো, তবু
মনে হচ্ছে, এই একটা ব্যাপার আবির ঠিক
বুঝতে পারেনা ওর যা মনে হয় তাই ঘটে,
এটা যেনো কেমন একটা ব্যাপার। অনেক
চেষ্টা করেও এর রহস্য সমাধান
করতে পারেনি আবির।
রাত ১২ টা, আবির লগ ইন করলো, ৫
টা মেসেজ ২ টা ফ্রেন্ড রিকুয়েষ্ট আর ৩৩
টা নোটিফিকেশন এর কোনোটাতেই
চোখ দিলোনা আবির, পরীর রানি সার্চ
দিয়ে চ্যাট বক্স টা ওপেন করলো সে,
কেমন আছো? নুসারাত টেক্সট করেছে
ভালো তুমি?
এইতো আছি
আচ্ছা তোমার কিসের
এতো ব্যাস্ততা বলবে একটু?
আবির এইসব কি?
না মানে আমি জানতে চাচ্ছিলাম যে তুমি এতোই
ব্যাস্ত যে আমাকে একটু সময় দিবার সময়
তোমার নাই? ? ?
আবির আমি ব্যাস্ত তোমাকে বলেছিলাম, আর
আমি নিশ্চয় তোমাকে সব বলতে বাধ্য নই?
না না তা না আমি এমনি জানতে চাচ্ছিলাম, বন্ধু
হিসেবে কি জিজ্ঞাসা করতে পারিনা?
হ্যা পারো বাবা অসুস্থ তাই একটু কম সময়
হয়ে গেলো সরি
না না ঠিক আছে, আঙ্কেল কেমন
আছে এখন?
ভালো, আবির আমরা কিন্তু বন্ধু না
তাহলে কি? ভাই বোন
নাহ
তাহলে?
ভেবে নাও আমরা কি, সব কিছুই কি আমার
বলতে হবে?
আবির একটু থমকে গিয়েছে সে কি রিপ্লায়
করবে ভেবে পাচ্ছেনা, আবির খুব
টেনশানে আছে,
আচ্ছা আমি ভেবে পাচ্ছিনা তুমি ই বলো
আমরা হলাম
কি আমরা?
আরে ধুর ফান করছিলাম কি করো?
তেমন কিছুই না ভাবছিলাম আজ তোমার
সাথে কথা হবে সেটাই হচ্ছে ভেবে অবাক
হলাম
এইটা কি আবির?
কেনো চিনোনা তুমি?
নাতো আমি চিনিনা
এইটা হচ্ছে ভালোবাসা
এইটা কার জন্য?
এটা ভাই বোন সবার জন্য একটা কথা বলি?
অনুমতি নিবার কি আছে? বলো
আমাদের যেদিন প্রথম দেখা হয়
হ্যা তো?
তুমি বলেছিলে সেদিন নাকি একটা বিশেষ দিন,
দিন টা কি ছিলো?
ভ্যালেন্টাইন ডে?
এর বাংলা কি?
তুমি জানোনা?
নাহ
ভালোবাসা দিবস
এইটা সেই ভালোবাসার সংকেত বুঝলা?
হুম বুঝলাম
আবার?
কি?
আমি বলেছি না এইটা দিবানা এইটা ভালো লাগেনা আমার?
ও আচ্ছা ঠিক আছে সরি
এই সরি টা আর কত বলবে?
না মানে আমি বেশি খুশি হলে এই
ইমো টা দিয়ে ফেলি কিছু মনে করনা
আচ্ছা আর দিবানা, মানে খেয়াল রাখবা এটা আমার
ভালো লাগেনা ঠিক আছে?
আছে, আরেক টা মজার কথা বলি?
কি ?
আমি না সেদিন জানতাম না
কোনদিন
সেদিন যেদিন আমাদের দেখা হয় সেদিন
কি জানতেনা?
সেটা যে ভালোবাসা দিবস ছিলো
আবির তুমি না বাচ্চা
হয়তো, আচ্ছা নুসারাত তোমার
কি কোনো বি এফ আছে?
এইডা আবার কি? সাথে একটা আজিব বোধাই
ছেলে নিয়ে ঘুরা?
বোধাই ছেলেরা প্রেম করে?
হ্যা তো কি? আচ্ছা তোমাকে একটা সত্য শুনাই
শুনবে?
হ্যা বলো
আচ্ছা
বলো
স্মার্ট গার্ল + স্মার্ট বয় = রোমান্স
স্মার্ট গার্ল+ ফুল বয় =ম্যারেজ
স্মার্ট বয়+ ফুল গার্ল = লাভ
ফুল বয় +ফুল গার্ল =প্রেগ্নেন্সি
আচ্ছা আমি বুঝলাম না এর মানে কি নুসারাত?
এর মানে বুঝনা? হা হা হা হা হা
আবির তুমি না বাচ্চা
এইখানে আবার বাচ্চাদের মত কি করলাম?
অনেক কিছুই করেছো হি হি হি হি
আচ্ছা বাদ দাও একটা কথা জিজ্ঞাসা করেছিলাম
কিন্ত
কি?
তোমার প্রেমিক আছে?
হ্যা আছে,
একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি,
বলতে পারছিনা
আচ্ছা আমাকে ছেলেটার ঠিকানা দাও
আমি বলে দিবো খুব কষ্ট হলেও আবির
একটা হাসির ইমো দেয়
বাদ দাও আমার কথা তোমার আছে?
কি?
প্রেমিকা?
আছে তো?
কতদিনের সম্পর্ক?
তা তো জানিনা
এই একটু ক্লিয়ার করে কউ তো
শুনবা?
হুম
একটা মেয়ের সাথে কথা বলতাম, হটাথ
করে অনুভব করি মেয়েটিকে আমার
ভালো লাগে, বলা হয়নি এখোনো
বলনা কেনো? আজিব তো,
না বললে দেখবে অন্য কেউ একদিন
নিয়ে গেছে
কি করে বুঝলে?
দেখো মেয়েরা এমন ই,
আগে আগে বলে দাও,
সাহস পাইনা তো
কিসের সাহস আবির
যদি না করে দেয় আমাকে?
নাহ না করবেনা?
তুমি কি করে জানো?
আমার না একটা কেমন জানি ব্যাপার আছে, আমার
ধারনা প্রায় ঠিক হয়ে যায়
আচ্ছা নুসারাত আমাদের সম্পর্ক টা কি?
জানিনা
আচ্ছা এটা কি ফ্রেন্ডশিপ না অন্য কিছু?
আবির তুমি মাথা ঠান্ডা করো,
তুমি ঘাবরে গেছো
না আমি ঘাবরাই নি, তুমি জানোনা আমি খুব শক্ত
ছেলে
কচু তুমি? আমার একটা ধমক
খেয়ে যে বোকার মত ফ্যালফ্যাল
করে চেয়ে থাকে সে আবার শক্ত? চুপ
একদম চুপ
আচ্ছা চুপ।
শোন আবার দেখা হচ্ছে কবে?
নুসারাত তুমি যেদিন বলবে সেদিন ই
দেখা হবে,
হুম আবির আমি একটা জিনিস জানি
কি?
তুমি যাকে ভালোবাসো তার গালে একটা তিল
আছে
আর কি জানো?
সে যখন হাসে তখন
কে হাসে?
আরে তোমার প্রেমিকা
আমার প্রেমিকা আসলো কই থেকে
গাধা বাচ্চা, যাকে ভালোবাসো
হ্যা বলো
সে যখন হাসে তখন তার গালে টোল পড়ে,
আর তুমি ফ্যালফ্যালিয়ে চেয়ে দেখো,
আমি কি ঠিক বললাম?
জানিনা
কি ব্যাপার তুমি এইটা দিলা কেন? এইটা না তোমার
পছন্দের না?
দিলাম ইচ্ছা হল তাই, আর গেলাম লগ আউট
করবো ফোন দিবে? মোবাইলে টাকা নাই
আমার
আচ্ছা দিচ্ছি
আবির নুসারাত কে ফোন করেই চলেছে,
কিন্তু নাম্বার বন্ধ পাচ্ছে, হয়তো নেট
প্রবলেম, আবির ভাবছে নুসারাত কি তার নিজের
কথা বললো?
কিন্ত আবির নুসারাতের গালের টোল
দেখেছে তিল টা তো সে দেখেনি,
খেয়াল করে দেখতে হবে তিল
টা আছে কিনা, আবিরের অনুভুতি গুলু কেমন
যেনো কল্পনা ছেড়ে বাস্তবে রুপ নিচ্ছে
এর মাঝেই ফোন ঢুকলো নুসারাতের
নাম্বারে
হ্যালো
হ্যা বলো আমি তো ট্রাই করছিলাম
হ্যা সরি গো নেট ছিলোনা
হুম কি করো?
তোমার সাথে কথা বলি
আর কিছু করনা?
এই মধ্য রাতে আর কি করার আছে?
আচ্ছা নুসারাত তুমি কি তোমার সেই মানুষ
টাকে ভালোবাসো বলেছিলে?
আরে নাহ ধুর
তাকে ভালো লাগে ভালোবাসি কিনা এখোনো জানিনা,
মনে হয় ভাসি, অপেক্ষায়
আছি সে আমাকে বলবে এই অপেক্ষায়
আচ্ছা সে মানুষ টা দেখতে কেমন?
তোমাকে বলবো কেন?
না মানে এমনি
আচ্ছা শুনো ১৪ তারিখ আমরা দেখা করছি আবার
ঠিক?
হ্যা ঠিক আচ্ছা সেদিন ও কি কোনো বিশেষ
দিন?
হ্যা পহেলা বৈশাখ
ও আচ্ছা ঠিক আছে আজ কিন্তু ৩ তারিখ মাত্র
হুম আর শোনো সেদিন যদি তোমার
ভালোবাসার মানুষ টিকে পাও,
তাকে সরাসরি বলে দিও
চেষ্টা করবো, আবির
যেনো কোনো সবুজ সংকেত পাচ্ছে
আচ্ছা রাখি কাল কথা হবে ঘুমাবো কেমন,
ভালো থেকো আল্লাহ হাফেজ
তুমিও
বায়
বায়
ফোন রেখে দিলো আবির, আবির কোথায়
যেনো আটকে গেছে আজ, কেমন
যেনো অদ্ভুত একটা আনন্দ আবিরের
সাড়া শরিরে শিহরন বয়ে যাচ্ছে, আবির
যেনো কিসের প্রাপ্তিতে ভরে আছে,
আবির কি সত্যি নুসারাত কে ভালোবাসে?
নিজেই হয়তো জানেনা আবির

৫১৬জন ৫১৬জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ