এখানে একাউণ্ট করেছি আজকে সকালে। কিন্তু নিজের প্রোফাইল আপডেট করা যাচ্ছে না। যখনি কিছু লিখে আপডেট বাটনে প্রেস করি কিছু না বলেই কতক্ষণ ঘুরে ঘুরে পুর্বের জায়গায় ফিরে আসে ব্রাউজার। নাম, প্রদর্শিত নাম পাসওয়ার্ড কোনোকিছুই আপডেট করা যাচ্ছে না। কেউ কি হেল্পাবেন প্লিজ। মেসেজ দিতে গেলাম কিন্তু কারে দিবো তাই এই পোষ্টের অবতারণা। সাময়িক পোস্ট তাই সমাধানের পরই উইল বি ডিলেটেড।
ধন্যবাদ।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রফাইল এডিটিং এ কোন সমস্যা হবার কথা নয়
আপনি সোনেলা বার্তার এই পোস্ট টি পড়ুন , আশাকরি সমস্যার সমাধান হয়ে যাবে।
https://sonelablog.com/archives/3298
এরপরেও সমস্যা হলে আপনি এখানেই মেসেজ দিতে পারেন। উপরের বাম দিকে নিয়ন্ত্রন কক্ষতে ক্লিক করে , মেসেজ অপশন পাবেন। ওখানে ব্লগ এডমিনকে মেসেজ দিতে পারেন ,অথব আমাকে দিলে আমিও বুঝিয়ে দিতে পারবো।
শুভকামনা ।
ba8ulbu
জিশান ভাই ধন্যবাদ।
আপনার ফর্মুলা সবকটা এপ্লাই করেছি কিন্তু কাজ করে নাই।
খসড়া
আপনাকে সাহায্য করা হোক এই আবেদন করছি।
ba8ulbu
ধন্যবাদ খসড়া দাদা।
আদিব আদ্নান
সাহায্য আপনি পাবেন ই ।
ba8ulbu
ধন্যবাদ।