https://youtu.be/Yd9RIMuD2Ro
কত দিবস আছে তা জানা নায়। মানুষের চলার পথে আমরা কত কিছুই করি আবার উপলধি করি বা ভাবি। বা চলার পথে অভাবনাক্রিত কোন কর্মই সৃষ্টি করে কোন দিন বা ইতিহাস। যা একজনের ভাললাগার পর আরেকজন এর ভাললাগা। তাই মানুষ চলে আপন গতিতে। বাবা দিবস, মা দিবস, ভালবাসা দিবস, স্বাধীনতা দিবস। সব দিবসই কোন না কোন মুল্যবান কারো না কারো জিবনে। আর এটা করলে মন ভাল থাকতে পারে একেওপরের তা কল্যান্ময় হতে পারে।
প্রতিদিন সংসারের হাজারো ঝামেলায় তিক্ত-বিরক্ত থাকি আমরা সবাই। সাংসারিক কাজে প্রত্যেক নারীও তেমনি। তাই কোন না কোন সময় আমরা বলি আই লাভ ইউ। কিন্তু কোন একটি নিরদ্রিস্ট সময় বা দিনে যদি করা হয় আমারা মনে হয় সেই ক্ষণটির জন্য সবাই প্রস্তুত থাকে দিনটি বা ক্ষণটির জন্য। আশা থাকে, আকর্ষণ থাকে, থাকে একটি চাহিদা।
প্রতিদিন বাজারের লিস্ট সন্তান , শশুর-শাশুড়ী, অসুখ-বিসুখ, অনেক অনাদর থেকেও পাওয়ার আশা থাকতে আকাঙ্ক্ষা মনের গভিরে জাগ্রত হয় একটি দিনকে ঘিরে।
চিৎকার করে দিল খুলে কেউ বলে আই লাভ ইউ বউ। আবার কেউ লজ্জা করে, মনের গহীনে লুকানো ভালবাসায় বল, হইত চুপিসারে নয়তো কানে বলে আই লাভ ইউ বউ।
একই ঘরে, একই ছাদের নিচে আমাদের বসবাস। হইতো কাজের জন্য বলা হয় না ভালবাসি।
জাপানীরা ৩১ জানুয়ারী বাড়ী ফিরে রাত ৮ টায় বলে। ছুটির দিনটির নাম “প্রিয় স্ত্রী দিবস” বা (AISAI )”আইসাই, BELOVED WIVES DAY.
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কত দিবস যে আছে এই জগতে!
স্ত্রী দিবসের কথা এই প্রথম শুনলাম, স্বামী দিবস নাই? 🙂
মোঃ মজিবর রহমান
খুজিতে হইবে বা দিবস বানাইয়া ফেলি একটি।
সেটা অবশ্য আপনিই পারেন।
জাইহোক সবাই সব সময় ভাল থাকলে আমি ভাল।
মৌনতা রিতু
সারাদিন পর ঘরে এসে হাসিমুখে একবার শুধু যদি স্বামী পুরুষটি বলা,” কেমন কাটলো তোমার দিন।” সত্যিিই প্রতিটা দিন হবে একজন স্ত্রীর জন্য স্ত্রী দিবস। জাপানি স্ত্রীদের ভাগ্যভালো তারা একটি দিন তো দিবসটি পায়।
অনেকদিনপর সবার লেখা পড়ছি। ভাল লাগছে স্বস্তির যায়গাটাতে এসে।
মোঃ মজিবর রহমান
কতই খুজি কাহারেও পাইনা। অনেকে এসেছে অনেক ভাল লাগছে।
আপুরে সবাই চাই আমাকে ভাল বাসুক কিন্তু কেউ কাউরে প্রথম জানাতে অনীহা করে কেন জানিনা।
সবসময় থাকা চাই।
শাওন এরিক
প্রেম, কবিতায়, গল্পে, ছন্দে প্রেমিকাদের বিশাল একটা আধিপত্য থাকে, অবহেলিত বোধহয় হয়ে যায় সহধর্মিণীরাই।
খুব সুন্দর করে সহধর্মিণীদের অপ্রাপ্তির অংশটুকু তুলে ধরলেন। আমরা তো জানতামও না, স্ত্রী দিবস বলেও কিছু আছে। সে দিবসটি ভ্যালেন্টাইনস ডে’র চেয়ে কম কোন অংশে!
খুব সুন্দর লেখনি মজিবর ভাই। 🙂
মোঃ মজিবর রহমান
হ্যা শাওন ভাই, ভালোর জন্য সবি ভাল মন্দ কিছু নাই তাই সংসারের চাপে অবহেলায় হয়ে জায়। তাই প্রতিদিন তাদের প্রাপ্তি দরকার আর একদিন বিশেষ হলে ভালই হয়।