#প্রসঙ্গ :ক্রসফায়ার…

আলমগীর হোসাইন ২০ জুন ২০১৬, সোমবার, ১০:০৫:৪২অপরাহ্ন সমসাময়িক ১০ মন্তব্য

#প্রসঙ্গ :ক্রসফায়ার…

আইনের ছাত্র হিসাবে ক্রসফায়ারের মুটেই পক্ষে ছিলাম না ; দেশের মানুষের শান্তি ও সামগ্রিক নিরাপত্তার বৃহত্তর স্বার্থে উন্নয়নশীল দেশে এখন এর কোন বিকল্প নেই |

যেটা মালেশিয়ার সরকার করেছিলেন,অনেক বছর আগে | তাই তারা আজ অনেক উন্নত |

উন্নত দেশ ব্রিটেনেও আজ থেকে ১০০ বছর আগে এগুলো ছিল ; তাই তারা অসভ্যদের বিতাড়িত করে পুরো জাতিকে এখন সভ্য ও আইনের কাঠামোতে আনতে পেরেছে তারা |

অনেকেই হয় তো জানেন না, এই গ্রেট ব্রিটেনে আজ কয়েক বছর আগেও তারা কত অসভ্য ছিল || ১৯২৮ সালে এখানে মেয়েরা ভোটের অধিকার পায় |অথচ ইস্টইন্ডিয়া সহ নানা রক্ত চোষা কোম্পানির নামে ওরা ভারত উপমহাদেশ শাসন করেছিল ২০০ বছর | শুধু আমাদের নয় আমেরিকাও শাসন করেছিল বৃটেন অনেক অনেক বছর |এই সব কিচ্ছা কাহিনী অন্যদিন বলব ;

এখন শুধু বলতে চাই -আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে এসেছি বেশি দিন হয়নি, মাত্র ৪৫ বছর ; তাও আবার ২১ বছর বাংলাদেশ বিরুধীরা রাষ্টীয় ক্ষমতায় ছিল ; এখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ; কাজে সভ্য পৃথিবী নির্মাণে -অসভ্যদের জন্য মায়া কান্নার কোন মানে হয় না |

আমাদের দেশগুলোতে আইনের পুরিপুরি আওতায় আনতে সময় লাগবে ; কিন্তু মুটেই অসব্ভব নয় |

শুধু জঙ্গি নয়,যেসব ভন্ড-মুখোশ
দারী অমানুষ -জঙ্গিগুলোর পক্ষে
মায়া-কান্না দেখানো অসভ্য মানুষ নামদারী প্রাণী গুলো আর বেশির ভাগ ক্ষেত্রে চাকরির -বাকরির অভাবে বৃদ্ধি পাওয়া
হলুদ সাংঘাতিক গুলোকেও ও অদক্ষ ঘুষ খোর আমলাদের,
এমন কি অনেক ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি নষ্টকারী সরকারী দলেই বসবাসকারী বিষবৃক্ষ গুলোকেও এর আওতায় আনা এখন সময়ের দাবি |

৫৪৭জন ৫৪৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ