প্রবাসীর বাবার পাওয়া সম্পত্তিই হোক আর নিজের কেনা জায়গাই হোক তার দিকে কেন জানি দেশে রেখে আসা স্বজন দের দৃষ্টি থাকে কি ভাবে বাগিয়ে নেয়া যায়।
হয় চুপি সারে না হয় জোর পুর্বক, না হয় করা বাড়ি টিতে বসে যায় আর উঠানো যায় না । মামলা চলতে থাকে বছরের পর বছর ।
এ নিয়ে লিখতে গেলে রামায়ণ মহা ভারত হয়ে যাবে।
প্রায় প্রত্যেক প্রবাসীর একই অভিজ্ঞতা ।
অবিচার আর অন্যায় প্রবাসীর ললাটের আর এক দুঃখ । দরিদ্র পরিবার হলে তাও এক কথা কিন্তু ধনী পরিবার হলেও তাদের ধান্দা থাকে কি ভাবে বাগিয়ে নেয়া যায়।
আরে বাবা প্রবাস থাকা মানেই তো আরাম কেদারায় বসে খেরেসা খাওয়া নয়। যারা কে এসেই শূন্য থেকে নিজেদের জীবনে গড়তে হয়।
কি স্বামী কি স্ত্রী সবায় কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে হয় । তার সাথে বাড়ির সব কাজ করা। সোনার চামুচ মুখে দিয়ে এখানে কেউ লাইফ আরম্ভ করে না।
তাদের জমি নিয়ে নেয়ার কেন যে খায়েস হয় ।
৪২জন
৫জন