###দেশের বন্ধুরা কেমন আছেন ……….
(গত কিছু দিন আগে অল্প দিনএর জন্য দেশ এ গেছিলাম , যাদের সাথে দেখা হল তাদের নিয়ে এই ছোট লিখা )
#ভাগমতি রানা এখনো পুলিশ এর ভয়ে ফেইস বুক থেকে পালিয়ে বেড়ায় |
#বুদ্ধিবান কাসেম আজাদ ব্যাঙ্ক এর বড় অফিসার |
#জাহাঙ্গীর লিমন এখনো সাবলীল ভঙ্গিতে কথা বলে |
#নিঃসঙ্গ দেশ প্রেমিক রায়নগর এর ইকবাল চাঁদের আলোয় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায় |
#পাড়ার নেড়ি নিঃসঙ্গ সামস ছুনুর মামু এখন বিয়ে করে নাই ?
#রাজার গল্লির মুক্তাদির ভাই এখনো টাকার পিছনে পিছু হাটেন||
#জাকারিয়া ভাই এখনো সুবিদ বাজার এলাকায় স্যাটেলাইটের ব্যবসা করেন |
#প্রিয় জেলা আওয়ামিলীগ নেতা নিজাম ভাই কথা বলতে গেলে এখনো হাসেন |
#জয়াদি (জজ কোর্টের ) কে এখনো রূপবতী লাগে।
#জাহাঙ্গীর আলম সিলেট জজ কোর্টে সিগারেট হাতে পায়চারি করে মকেল এর সাথে সারাটা দিন কাটিয়ে দেয়।
#ব্যাঙ্ক এর নাজনীন আপা আর চৌধরী ভাই মোটা লেন্সের চশমা পরে বিরস বদনে ঘুরে বেড়ায়।
#বেসুরো ছিদ্দিক চটুল মাথা ঝাঁকায় কতশত কাস্টমার এর ভিড়ে ,(তার ব্যবসা আগের মতনেই ) |
#নিঃশব্দ কষ্ট সহ্য করে চলে হাওয়া-পাড়ার তেনা |
#’তুই রাজাকার’ বলে শত শত তোতা পাখির রাজপথের মিছিলে জড়ো হন পাঠানটুলার সাহেদ ভাই |
###বন্ধু জয় সিলেট জজ কোর্টে এ দিগম্বর ,তার দলবল নিয়ে কর্মক্ষেত্রে ডুবে থাকে।
#লন্ডনি রোড এর এনাম ভাই বয়স ৫০ এর কাছা কাছি এখন ওনিসঙ্গ ,কোটি পতি ভদ্রলোক আর বিয়ে করবে নাহ মনে হয় |
#সবচেয়ে বড় কথা,জল্লার পাড়ের সুমনা মাডাম ( দেখা করার সময় পাই নাই , শুধু কথা হয়েছে ) ও শিবগঞ্জের রুমু মাডাম বলেন , প্রবল হাহাকার ছড়িয়ে চানি্নপসর রাত আসে।
চন্দ্রকারিগর তাঁর সব কেরামতি সাজিয়ে বসে থাকেন, কিন্তু যার জোছনায় ভেজার কথা, সেই চন্দ্রাহত লোকটি নেই। বিলেতে থাকেন তাদের পাটনাররা অনেক দিন ধরে |গত কয়েক বছরের সব কটি পূর্ণিমা তাই বিষণ্ণ ঠেকেছে তাদের ?
###দীপন এখন ও ফুল টাইম রাজনীতি করে (আশা করি সে একদিন জেলা আওয়ামিলিগ
এর প্রেসিডেন্ট হবে )|
#সদা হাসৌজল আল্লাউদ্দিন ভাই এখন মোটর সাইকেল চালাতে পারেন |
#চন্দন্টুলার সুমন এখন মস্ত বড় অফিসার কিন্তু পুরানো কাম কাজ মনে হয় এখনো ছাড়তে পারেনি !
#গিয়াস এক সময় ফুল টাইম ছাত্রলীগ করতেন , এখন আদালত পাড়ার নিয়মিত রুজি রুজ্গারের ধান্দায় কর্মরত আইনজীবী |
#ডাক্তার এনাম সুন্দর স্বদেশ এর স্বপ্ন দেখেন |
#মুমিন কে ফোন করে পাওয়া আর লটারিতে টাকা পাওয়া সমান |
###একা একা থাকা কিবরিয়া বন্ধু এখন ভালো জীবন যাপন করছেন |
###সব চেয়ে সুখে আছে মেডিকেল এর ফরহাদ বন্ধু , নামী দামী গাড়ি তার |
###সোনিয়া মান্নান সিলেট শহর তেকে এখন দুরে থাকেন |শুনেছি সে এখন এনজিও এর এক বড় কর্মকর্তা|
ধন্যবাদ ——-
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার , ইংল্যান্ড |