
দু’বন্ধুর একাল সেকাল
আমি আর সুকান্ত তখন বন্ধু ছিলাম——–
আমি ফেবুতে একটা পোস্ট দিলাম। কিছু আগডুম বাগডুম লিখা, সাথে খালে বিলে ফুটা নাম না জানা এক হলদে ফুলের ছবি । মেসেঞ্জারে মেসেজ এলো—– “Bondhu, The flower seems to be Senna Alata ( candle bush), native to Latin America. Wonder, how did it travel to Bangladesh?”
কুরিটি বছর পরে—– —
কেমন আছিস বন্ধু?
ভালো। তুই কেমন আছিস? অনেক দিন পর!
ভালো আছি,বেচে আছি—–মরিনি বন্ধু এখনো।
আমাদের এখন পরন্তু বিকেল। তবে এত হতাশা কেনো?—-
আমার হতাশার মেঘ গলে বৃষ্টি হয়েগেছে সেই কবে। তা পরবাসী হয়ে তুই আজ কেমন আছিস সুকান্ত,—–তোর এই প্রিয় দেশটাকে ছেড়ে? আমি ভালোবাসতাম এক কিশোরীকে আর তুই ভালোবাসতিস দেশকে। আমি অপেক্ষায় থাকতাম কিশোরীর লিখা চিঠিটা নিয়ে ডাকপিয়ন কবে আসবে। আর তুই প্রহর গুনতি সৈরাচারের পতন কবে হবে। আমি বলতাম এই কাজলকেশী ডাগর আঁখিই আমার সব আমার জীবন। তুই বলতিস এদেশ এই রূপসী বাংলাই আমার সব,আমার জীবন মরন। দেশ ও কিশোরী দু’জনেই আজ বাস করে অন্যের ঘরে। দু’জনই আজ দুরের বধু, ভুলে গিয়ে সেই গা। তুই আর আমি আগের মতোই—– হতাশায় টলে পা। আমি গিলি দেশি বসে দেশে, আর তুই ফরেন গিয়ে বিদেশে। হাহাহা। কারো হিসেবই মিলেনি এখনো। কার্তিকদার কেন্টিনে, সেই ক্যাম্পাসে—- হিসেব মিলেনি তখনো। না মিলা হিসেব নিয়ে,এই তো জীবন।
ভালো থাকিস বন্ধু
ভালো থাকিস তুই ও।।
মাঝে শুধু কেটে গেল কুরিটি বছর,
সুখ দুঃখের কতো প্রহর।
আমি আর সুকান্ত তখন বন্ধু ছিলাম,
ঘুরে বেড়াতাম,একই দেশের জলে আর স্থলে।
এখনো বন্ধু বটে,ভিন্ন দুটো দেশে,
ভিন্ন সমাজে,ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে সাথে নিয়ে।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কেটে গেছে কুড়িটি বছর, রয়ে গেছে অতিত গল্প জিবনের। দুইজন এখন দুই মেরুতে বাস। কারো স্বপ্ন মেলেনি বাহ! বেশ তো। এটাই হউতো বিধির বিধান।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ ভাই। আসলে সবই বিধির বিধান ভাই। ভালো থাকবেন
রোকসানা খন্দকার রুকু
স্বপ্নের সাথে বাস্তবতা মিলে না। দুই বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা 🌹
মো: মোয়াজ্জেম হোসেন অপু
মিলেনা আপু মিলে না।আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা
আলমগীর সরকার লিটন
বন্ধুর কোন কাল হয় না-
সব কালি সাদা রঙে ঢাকা!
অনেক শুভেচ্ছা রইল কবি দা——
মো: মোয়াজ্জেম হোসেন অপু
চমৎকার মন্তব্য লিটন দা।ভালো থাকবেন
হালিম নজরুল
বছর বিশটা কেটে গেলেও ভালবাসাগুলো থেকে যায় অনন্তকাল। সেটা প্রেমিক/প্রেমিকার জন্যই হোক বা দেশের জন্য হোক।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
সত্যিই ভালোবাসা গুলোই থেকে যায়।সুন্দর বলেছেন ভাই। ভালো থাকবেন। শুভকামনা