বেড়েছে, বাড়ছে, বাড়বেঃ
সব কিছুর মূল্যের এই অবস্তা, চাল ডাল, লবন, মরিচ, পিয়াজ রসুন, চিনি, মশল্লা, শাক, সবজি কিনা?
জ্বালানি তেল, খাওয়ার তেল, সিএনজি, বিদ্যুত, রেলের, গাড়ীরর ভাড়া, পানি, ঘর ভাড়া সব সব বাড়ছে।
লাগামহীন ভাবে সব বেড়েই চলেছে, দেশ ডিজিটাল হচ্ছে সাথে সব কিছুর দামই ডিজিটালই বাড়ছে কিন্তু আয়?
না আয় বাড়ছেনা, যদিও সরকার বলছে ব্যবসা বাণিজ্য বাড়ছে কিন্তু কোথায় বাড়ছে কিভাবে বাড়ছে শুধু তেনারাই জানেন, দেশের মুষ্টিমেয় কিছু গার্মেন্টস ব্যবসা করছে, ফোন কোম্পানি ব্যবসা করছে আর কেউ কি করছে? ব্যাংকগুলো আইডল মানি নিয়ে বসে আছে ইনভেস্ট করতে পারছেনা কারন ধার নেওয়ার মানুষই নেই যাকে তারা ব্যবসার জন্য টাকা দেবে কারন দেশে ব্যবসার বড়ই অভাব, মানুষ কর্মহীন অবস্তায় আছে, বাড়ছে বেকারত্ব, বাড়ছে মানুষে মানুষে হানাহানি, ছিনতাই, খুন, রাহাজানি, মানুষ এখন কোনটাসা। এরপরেও সরকার নির্বিকার, দেশ চলছে ডিজিটালি, আর কত?
২০টি মন্তব্য
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম।
ইঞ্জিনিয়ার ভাইজান বড়ই সত্য কথা বলে ফেললেন। এগুলি বলতে নাই। হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর দেশের প্রজাদের মতো আমরা মুখে কুলুপ এঁটে দিয়ে বসে থাকি সেই ভালো।
ইনজা
ভাই আমরাই যদি না বলি তাহলে উনাদেরকে কে বলিবেন নইলে তো উনারা আমাদের এমন ডলা দিচ্ছেন এতেই আমাদের ত্রাহি মধুসূদন অবস্থা।
মোঃ মজিবর রহমান
আমিও নন্দিনী আপু র সাথে একমত।
কিন্তু না থাকবই বা কেন? আমাদের কি কোন চাওয়া পাওয়া নাই।
যেমন নিরাপত্তা, রাস্ত্রীয় সামাজিক ভাবে বসবাস করার সমস্ত যে দায়ীত্ব সরকারকে থাকার কথা তা যেন দেয়।
ইনজা
আমাদের এই দূরাবস্থা যদি উনারা না দেখেই দেশে এই আছে সেই আছে, মানুষের আয় বেড়েছে জিডিপি বাড়ছে বলে যদি কান ফাটিয়ে ফেলেন তাহলে চুপ করে থাকি কি করে বলুন, আমরা কি এতই অসহায় হয়ে গেলাম?
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়। অনেক দিন ধরেই আপনার অপেক্ষা করছিলাম। অবশেষে এলেন আপনি।
সব কিছু বাড়লেও কমছে তনুদের নিরাপত্তা। নিরাপত্তা না দেয়ায় সরকারের উপর অনাস্থা বৃদ্ধি পাচ্ছে।
ইনজা
আন্তরিক ধন্যবাদ ভাইজান, কলা গাছ কাটতে কাটতে যেমন ডাকাত হয় আমিও তেমনি ফেবুতে লিখে লিখে এতদিন শিখ ছিলাম আর এখন হলাম ব্লগার। \|/
আর নিজে ব্যবসায়ী, চাকুরীজীবী হওয়াতে দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কেকে কিছু হলেও খবর রাখি বিধায় আমার এই লেখা আর খুন ধর্ষণ দেশে এখন ডাল ভাত হয়ে গেছে যাহা আমার মতে শিতিল আইন এবং তার প্রয়োগ, আমি সরকারের প্রতি খুন তথা হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি সহ সকল অন্যায়ের বিরুদ্ধে যথাযথ কঠিন আইন প্রণয়ন এবং এর প্রয়োগের জোর দাবী জানাচ্ছি।
ইকবাল কবীর
নিরন্তর চলতে থাকবে। এইসব দেখার কেউ নাই।
ইনজা
সহমত
লীলাবতী
আমাদের সোনেলার ভুবনে স্বাগতম ভাইয়া -{@
আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে ভাইয়া। একজন সরকারী চাকরিজীবীর বেতন কিন্তু বর্তমানে অনেক। যারা গরীব, তাদেরও দৈনিক আয় কম না। ৪০০ টাকা হতে ৫০০ টাকা, মাসে ১২ থেকে ১৫ হাজার টাক। গরীবদের অবস্থার পরিবর্তন হয়েছে। দেশের কোন ব্যক্তির মোবাইল ফোন নেই তা খুঁজতে হবে। আয় বৃদ্ধি না হলে মোবাইল ফোন আসলো কিভাবে?
তবে অন্য সব দেশে মাত্রারিক্ত পর্যায় বৃদ্ধি পেয়েছে। অস্থিরতা সীমা অতিক্রম করেছে। শিবিরের আস্ফালন বেড়েছে, তারা সরকারের উপর চড়ে বসেছে। নারীদের সম্ভ্রম হানীতা বেড়েছে ।
ভালো লিখেছেন, নিয়মিত লেখুন। মন্তব্যের জবাব দিন, আর অন্যের লেখা পড়ুন ভাইয়া।
ইনজা
অনিঃশেষ ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য কিন্তু আমাকে বলবেন কি দেশে শুধু কি সরকারী চাকুরেই আছে নাকি সাধারণ মানুষও আছে?
গরিবদের কথায় দরুন, শহরে যারা কাজ করে তারাই হয়ত ৪০০/৫০০ পাই কিন্তু যারা কামলা দেয়, ইটখোলায় কাজ করে তারা কি এই ধরে ইনকাম করে?
দেশে কয়জন কোটিপতি ব্যবসায়ী আছে তার চেয়ে বেশি আছে সাধারণ ব্যবসায়ী যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে তা কি জানেন আর দ্রব্যমূল্যের উর্দ্ধদ্ধগতি, নিত্যকার ব্যবহার্য বিদ্যুত, গ্যাস, পানি, চাল, ডাল, লবন, মরিচ ইত্যাদির দাম কি সবার নাগালে আছে আপু?
নীলাঞ্জনা নীলা
সোনেলা নীড়ে স্বাগত জানাচ্ছি।
এসেই চমক লাগানো লেখা। লিখুন। আছি আমরা সবাই।
ইনজা
প্রিয় মানুষরা যেখানে থাকে সেখানে ঘর না বানিয়ে কি থাকা যায়।
ধন্যবাদ আমাকে আপনাদের মাঝে আপন করে নেওয়ার জন্য আর ধন্যবাদ আমার লেখা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য, পাশে থাকবেন। 🙂
ব্লগার সজীব
আমাদের সোনেলায় স্বাগতম ভাইয়া। নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ে মতামত দিন। -{@
ইনজা
ধন্যবাদ ভাই পাশে থাকবেন। 🙂
ব্লগার সজীব
পাশেই আছি আপনার। আপনি নতুন এখানে, তবে আপনার আগ্রহ, লেখার মান, অন্যের লেখা পড়ে মন্তব্য দিয়ে লেখককে উৎসাহ দেয়া, এটি কিন্তু একজন পুরান ব্লগারের মতই। ধন্যবাদ জানাই আপনাকে মাত্র এই কদিনে সবার সাথে মিলেমিশে গিয়েছেন আপনি -{@
ইনজা
অবিরাম ধন্যবাদ পাশে থাকার জন্য
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন। 🙂
খসড়া
দূর্নীতি সুনীতি দুই ভাই। একে অপরের হাত ধরে আসে।
খসড়া
অর্থাৎ ওরা ব্যালাঞ্চ করে। যদি দূর্নীতি বেরে যায় তবে ধ্বংস অনিবার্য। অনিবার্য ধ্বংসের জন্য ও সময় দিতে হয়, রেভুল্যেশনের।
ইনজা
অভিন্ন মত আপনার সাথে।
মেহেরী তাজ
নিজেদের সচেতন হতে হবে সবার আগে…
ভালো লিখেছেন ভাইয়া…।