তোমায় দিয়ে জলঅঞ্জুলী

সঞ্জয় মালাকার ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ০৩:১০:৫২পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

তোমায় দিয়ে জলঅঞ্জুলী,,

পুষ্প হাতে নদীর ঘাটে

কে গো রূপবতী,

আঁচল ছেড়ে ঘাটে বসে

হাসছ নয়ন কলি!

উঠতে রবি পড়তে বিকেল

তোমায় দেখে হাসে,

চাঁদের মেয়ে জ্যোৎস্না তুমি

সব দেবতা আসে!

দীঘির জলে সূর্য হাসে

গঙ্গা দেবী কাঁদে,

তুমি হাসো দূগ্গা দেবী

শঙ্খ কেমন বাঁজে!

উলু ধ্বনি দিচ্ছ মুখে

গঙ্গা প্রণাম করে

কাশের তালে বাধ্য বাজে

দাও না আঁচল তুলে!

জলে দাও জলঅঞ্জুলী

পুষ্প  সমাপনী!

প্রিয় সবাইকে মাহলয়ার শুভেচ্ছা //

৬০৯জন ৫৮৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ