তুমি ফিরে এসো
বিবর্ণ-গোধূলীর শেষে,
আজ আমার শরীরে লাশের গন্ধ অস্থিমজ্জায় বাসা বেঁধেছে মৃত্যু।
আমি আর তোমার আকাশ চাইবো না।
তুমি ফিরে এসো
শ্রাবণের বৃষ্টিভেজা রাতের প্রহর শেষে,
আমি আর তোমার ভালবাসা চাইবো না।
আমার একাঙ্গী প্রেম আয়ুহীন ফড়িং-এর মত
আত্মাহুতি দিয়েছে অনেক কাল আগে।
তুবুও তোমার অপেক্ষায়,
তুমি ফিরে এসো
_____________________________________________________________________________
“তুমি ফিরে এসো”
© পার্থ সারথী রায়
১৩টি মন্তব্য
ব্লগার সজীব
সোনেলায় স্বাগতম -{@ কিছুই যদি না চাওয়া হয়, ফিরিয়ে এনে লাভ কি? ভালো লিখেছেন। সোনেলায় নিয়মিত লেখুন, অন্যের লেখাও পড়ুন।
পার্থ সারথী রায়
ধন্যবাদ,
লীলাবতী
আমাদের সোনেলা পরিবারে স্বাগতম। প্রথম পোষ্টেই আপনি প্রমান দিলেন যে কবিতা আপনি বেশ ভালোই লেখেন।
ইকবাল কবীর
খুব ভাল লিখেছেন। সোনেয়ায় আপনাকে স্বাগতম। কবিতা আপনি খুব ভাল লিখেন। শুভ কামনা রইল আপনার জণ্য।ভাল থাকবেন।
খসড়া
বাপরে, চরম কবিতা।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম, আশাকরি এখানে আপনার ভালো লাগবে।
যেভাবেই হোক তার ফিরে আসা চাই, আসুক সে ফিরে।
মোঃ মজিবর রহমান
সারথী দা আপনি সত্যিই লেখার সারথী
ভাল লাগলো লেখলে পড়তে পারব
এই সোনেলায়।
মুহাম্মদ আরিফ হোসেইন
আমার একাঙ্গী প্রেম আয়ুহীন ফড়িং-এর মত
আত্মাহুতি দিয়েছে অনেক কাল আগে।
তুবুও তোমার অপেক্ষায়,
তুমি ফিরে এসো
ফিরে আসুক যে আসার।
আচ্ছা ফড়িং এর আয়ূ নেই কেন??
বিষয়টা একটু বুঝিয়ে বলেন।
মারজানা ফেরদৌস রুবা
হারিয়ে যাওয়া কাউকে ফিরে পাওয়ার আঁকুতি! শরীরে লাশের গন্ধ, কিচ্ছু চাইবো না;তবুও দেখার আঁকুতি।
প্রেম!! অসম্ভব হৃদয় আকুলা করা এ আহ্বান। (-3
মৌনতা রিতু
চমৎকার, চমৎকার, এবং চমৎকার কবিতা। এতো ছোট কয়েকটি শব্দে এতো বিশালতা আনলেন ! সত্যি। বুঝেছি মুই মাঝেমধ্যে যে দু’একখানা গাজুখুরি কবিতা লিখি তা বাদ দিতে হবে।
নীলান্জনা, নীলাআপুকেই সামলাতে পারিনা, ইশশশ এখন এই নতুন আর এক কবি, মুই এ্যালা কুতি যাই।
আগুন রঙের শিমুল
ভালো লিখছিস পার্থ, সোনেলায় স্বাগতম
নীলাঞ্জনা নীলা
স্বাগতম আমাদের সোনেলার অঙ্গনে।
লিখুন, পড়ুন এবং মন্তব্যও করুন। 🙂
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম।
প্রথম লেখাতেই বুঝে গেলুম কবির লেখার হাত পাকা বটে! :c
সোনেলার সাথে হৃদ্যতা বাড়তে থাকুক নিরন্তর।
ভালো থাকবেন। -{@