
(০১)
ভারসাম্যতা
..
ভিতরে ভিতরে
আমি যে কতটা অপরিপক্ক প্রেমিকা
ভালোবাসা রপ্তানি বন্ধ করলেই তুমি
বুঝি এক অরক্ষিত সীমান্তে
কেমন থাকে তোমার আমার ঘাঁটি?
(০২)
অভিযোগ
..
কষ্ট দিয়ে তোমায় আর বলি না;
ভাবতে ভাবতে আমি কষ্ট বলা শিখে যাই
নাকি ভালোবাসার সুদে ভালোবাসাও নাই।
(০৩)
নির্বাচন
..
সময়ের ড্রয়ারে ঐতিহাসিক কথা
নিঃসঙ্গ পরোপকার- তা আমি মানি না
অধিকারহীন চোখে দেখা ব্যথা
এপাশ ওপাশ করেও নাড়াতে পারি না।
নেত্রকোনা, ময়মনসিংহ
১৫টি মন্তব্য
আরজু মুক্তা
অধিকার আদায় করে নিন। সুদাসল বাদ দিন। মন প্রাণ দিয়ে ভালোবাসুন।
প্রথমটাতে, তুমি বুঝি এক অরক্ষিত ঘাঁটি” এমনটি হবে নাকি?
নাজমুল হুদা
ভারসাম্যতা তো এমন হয়। কবি আজো প্রেমহীন জীবনযাপনে অভ্যস্ত। সময় হলে কেউ আসলে কবি ভালোবাসবে, ইনশাআল্লাহ !
মোঃ মজিবর রহমান
সুদের হিসাবে ভালবাসা হই না। সুদ হীন একেওপরের পাওয়ার আকাংক্্ষ্যায় ভালবাসা।
নাজমুল হুদা
অভিযোগ এমনেই ভালোবাসাতেও সুদ থাকে ।
ধন্যবাদ ভাইয়া 💞
প্রদীপ চক্রবর্তী
নিঃসঙ্গ পরোপকার- তা আমি মানি না।
তা আমিও মানি না।
অধিকার আদায় করে নিতে চাই’ই।
ভালো লেখনী দাদা।
নাজমুল হুদা
কাউকেই তো মানা উচিত না দাদা ।
ভালোবাসা জানবেন দাদা
নিতাই বাবু
“ভালোবাসার সুদে ভালোবাসাও নাই।”
সত্যিই তো! আসলেও তা-ই। চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় দাদা।
নাজমুল হুদা
অফুরন্ত শ্রদ্ধা দাদা ভাই ।
আমাকে শ্রদ্ধা না জানিয়ে স্নেহের পরশ দিলেই হবে !
সাবিনা ইয়াসমিন
ভালোবাসায় সুদ-বোনাসের অপশন থাকলে ভালোই হতো। জরিমানা বা বেশি দেয়ার ভয়ে কেউ কাউকে ছেড়ে যেতো না, অথবা জামানত হারানোর ভয়ে ভালোবাসাতেই জড়াতো না। 🙂
বাকি দুটোও বেশ ভালো লেখা।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
দারুণ বলছেন আপু।
এমন আছে তবে সবাইকে বুঝে নিলেই সুন্দর ভবিষ্যৎ আসবে আমাদের হাত ধরে ।
আপু অনেক ধন্যবাদ আপনাকে 💕
জিসান শা ইকরাম
বাহ 🙂
তিনটি অনু কবিতাই ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
নাজমুল হুদা
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ 💕
এস.জেড বাবু
সবগুলি সুন্দর
দ্বিতীয় টা দারুন
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 💕
সুরাইয়া পারভিন
অল্প কথায় অসাধারণ অনু কবিতা
দারুণ লিখেছেন 👏