তারপর

হৃদয়ের স্পন্দন ৫ ডিসেম্বর ২০১৪, শুক্রবার, ০৫:০৯:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

তারপর কোনো এক রাতে
কোনো এক অদৃশ্য সুতোর বন্ধনে
তুমি আর আমি
নিশিথ সে রাতে
কান্নায় জাগরণে
তুমি আর আমি
তথাপি সেদিন ও দুজনের মুঠোফোন ছিলো হাতে
দুজনেই বার্তা লেখায় ব্যাস্ত
কিন্তু কোনো এক কারনে
সে বার্তা প্রেরিত হয়নি
আমার তোমার কাছে
তারপর সেই এক রাতে
দুজনেই বুঝেছিলাম আমরা বন্ধি আমরা বাধা
অদৃশ্য এক সুতোর বাধনে

৪৪৫জন ৪৪৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ