#গান শুনছি…
#যখনি সময় পাই পুরানো দিনের গান শুনি ; এমন রাত আছে আমরা দুই বন্ধু সারা রাত লংড্রাইভে আড্ডা দেই |রনি Ronney Ahmed গান গায়-আর আমি তিড়িং -বিড়িং গিটার বাজাই |বলতে পারেন খানিকটা পাগলামি ভাব -আমরা দুই বন্ধু সব সময় নিজেদের বয়েস একুশ মনে করি |
এক সাথে দুজন মিলে নতুন-বিভিন্ন ব্র্যান্ডের কাপড় কেনা -সব কিছুই প্রায় সময় এক সাথে করা হয় | ম্যানচেস্টারে সে আমার সব চেয়ে ঘনিষ্ট বন্ধু |
#রনি নতুন বিয়ে করেছে ; শুনেছি ভাবী ভাল গান জানেন |শুনে অনেক ভাল লেগেছে |
যে সব মেয়েরা ভাল -গান জানে আমি তাদের খুব পছন্দ করি | আমি বিশ্বাস করি গান-কবিতা সুস্থ মানুষের বিনোদনের বিরাট অবলম্বন |
রান্ডমলি যে গানগুলো এখন শুনছি -প্রিয় মিউজিক প্রিয় ভার্চুয়াল বন্ধুদের জন্য নিচে তালিকা দিলাম |
যদিও অনেকআগে এই গান গুলো কালেকশনে দিয়েছিল আরেকটা বন্ধু শান্ত | শুনেছি ঐ ভবগুরে ছেলেটা জার্মানিতে থাকে | যোগাযোগ নাই অনেকদিন ; মাঝে মাঝে গুরু বলে হ্যা -হেলো দেয় – আবার নাই হয়ে যায় |
#🎻🎵🎙🎧
১. আমি একা (মনিটর)-
https://app.box.com/s/zm4qrbfhv494bbrsqek6
২. মিষ্টি মেয়ে ( সলিড ফিঙ্গারস) –
https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg
৩. ছোট বেলার মতো ( মনিটর) –
https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg
৪. মাতাল করা হাওয়া ( অর্কিড) –
https://app.box.com/s/dg1j21linp0dxrigf4bo
৫. সাথীহারা আমি (অর্কিড) –
https://app.box.com/s/t7lmnsdk8lhf9rhbkzzl
৬. রমজান চোরটা’র কান (ড্রিমল্যান্ড) –
https://app.box.com/s/n42i17s1hh4vh096g8br
৭. স্বপ্নটা আমার কখন যেন ( উইন্ডস) –
https://app.box.com/s/usa4h5ungop41bqq3s57
৮. শোন বকুল / মালতি আমার প্রিয় ফুল ( ডিজিটাল ) –
https://app.box.com/s/b01d8467433196a2ff19
৯. ডাকপিয়নের চিঠি ( ডিজিটাল ) –
https://app.box.com/s/gky3ohdarmore7su7jcl
১০. মাইয়াটা কান্দে ক্যারে (মাইক্রো) –
https://app.box.com/s/6470b11f6bee7eed7f76
১১. ভালো তো বেসেছি ( মাইক্রো) –
https://app.box.com/s/09svhr48de8k0pjfpzv2
১২. মন মন কি যে চায় ( অডিসি) –
https://app.box.com/s/4xk2jqyfkj14kmgybm9p
১৩. মহুয়া বনে দেখেছি তারে ( অডিসি) –
https://app.box.com/s/aear40e70k0xp4ch33zv
১৪. ঐ লাল শাড়ী রে ( অরবিট) –
https://app.box.com/s/umcsxoq3t6mjqadue0fe
১৫. পাপের স্রোতে (অরবিট) –
https://app.box.com/s/plns22mlyl73659pubhg
১৬. এই রাত শেষ না হয় / সুখেরই প্লাবন (অরবিট)-
https://app.box.com/s/14qm8bs7ygzcdvspmpfe
১৭. যে চাঁদ কে ভালোবেসেছি ( রং নাম্বার) –
https://app.box.com/s/8dpzx9incf9txdjt3by7
১৮. পাত্রী চাই ( রং নাম্বার) –
https://app.box.com/s/v0gkub3zmej8px5jbrze
১৯. ঘুমিয়ে পড়ো যদি (লেসন) –
https://app.box.com/s/x1mlz7g816ihgftfud5d
২০. দৃষ্টি তোমার (লেসন) –
https://app.box.com/s/9vjcbfpu4ts0m2hah442
২১. তুমি বাসো কিনা (তীর্থক)-
https://app.box.com/s/497i1z3lpqzcr8jxvxc4
২২. পরাজিত প্রেম (তীর্থক)-
https://app.box.com/s/xvoa5hsvabetlgk7anmh
২৩. তুমিহিনা কেটে গেছে (তীর্থক) –
https://app.box.com/s/5mdcmxi91mmcfzyxtcvk
২৪. একটা চিঠি এসেছে (তীর্থক)-
https://app.box.com/s/ef008baa6f644603c31c
২৫. ছল কইরা সব (মিউজিক টাচ) –
https://app.box.com/s/b34cda5bhay4rdkcvqzm
২৬. খুঁজে চলেছি (পালস)-
https://app.box.com/s/vkks334m4y7bgzo5nya8
২৭. দীপ জ্বেলে যাই (পালস) –
https://app.box.com/s/pkt9t3m5bl3zf4sqgskz
২৮. ফটো সুন্দরী (নরদানস্টার) –
https://app.box.com/s/3kt3jo86pattx1lerdm9
২৯. কে ঐ যায় (নরদানস্টার ) –
https://app.box.com/s/vjdsuceq1zygthb5zroj
৩০. ও মনরে ( সিম্ফনি) –
https://app.box.com/s/hxbb9o51m3pgmgcd1v9f
৩১. একজন মুক্তিযোদ্ধা (ফেইথ) –
https://app.box.com/s/d8uijeo0io1l5x91bcxe
৩২. নিশ্চুপ মাঝরাত (ফেইথ) –
https://app.box.com/s/bsj3gk4kmfdsqufptccz
৩৩. অন্ধকার ঘরে ( পেপার রাইম) –
https://app.box.com/s/sro25svmpd48lksp5lmp
৩৪. যখনই আকাশ ( পেপার রাইম) –
https://app.box.com/s/lb1e9ploxo5v7k11cej7
৩৫. সেই দিনগুলি কই ( চার্মিং) –
https://app.box.com/s/164bbfc058f172d2365d
২টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
কয়েকটি গান আমার ভাইয়ের সৌজন্যে শোনা। যদিও ব্যান্ডের গান খুব কমই শোনা হতো। তবে সোলস আর রেঁনেসার গান বেশী পছন্দের ছিলো। গানের পোষ্টের মন্তব্যর পর অন্য কথায় আসছি।
আপনার এ পোষ্টে একটা মন্তব্যও না দেখে আপনার প্রোফাইলে গেলাম। দেখলাম আপনি মন্তব্য করেছেন ৪১টি আর মন্তব্য পেয়েছেনঃ ১৯৪টি
এক হাতে আর কতো তালি বাজবে আলমগীর হোসাইন? আজ থেকে একহাতে তালি বাজিয়েই যেতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যতো কম পারা যায় মন্তব্য করুন।
আলমগীর হোসাইন
সরি,আমি আসলে ব্লগে খুবই অনিয়মিত !! এজন্য মন্তব্য করা হয়ে উঠে না ,ভুল বুঝবেন না !! আর এক হাতে তালি
বিষয়টা মনে হয় ঠিক বলেননি | আপনার জন্য নিরন্তন শুভকামনা !!