কুয়াশা

তাপসকিরণ রায় ৮ অক্টোবর ২০১৪, বুধবার, ০৬:৪৪:৪৬অপরাহ্ন কবিতা, সাহিত্য ৬ মন্তব্য

অর্গল এঁটে দিলাম,

বাতাসের সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলির কথা

তুমি হয়তো জানো–

অজস্র কথা মরে গ্যাছে–

ঝড়ের মত সুনামি থেমে গিয়েছিল বহুদিন আগেই–

এখন মৃতের উঠে আসে দেওয়াল ছবিতে–

জলজ ভাষাগুলি তোমার অনুনয়ে

ভাষা পেত যদি তবে কি ঠিকানাগুলি জেনে নিতে পারি !

সন্ধ্যাছায়ার মাঝে জীবনের লুকোনো পরিধি–

পরিচ্ছদ আড়ালে প্রথমত ঘন কুয়াশা…

৫৩৮জন ৫৩৮জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ