শত যুবকের আশ্বাস_
প্রেমিকা আমার লাখে একজনা_
ইহাই আমার বিশ্বাস!!
ছেড়ে যাবে নাতো পরে- সব বন্ধন করে ছিন্ন?
_না! না! সে কি কথা,প্রেমিকা আমার সবার থেকেই ভিন্ন!!
পাছে আরো কোনো ভালো ছেলে পেলে, যদি বিচ্ছেদ হয়?
_এমন কথা মুখেই এনোনা, সে এরকম নয়!
পড়াশোনা প্রায়, ছেড়ে দিলে ভাই_
what about the future??
প্রয়োজন যারে, পেয়ে গেছি তারে_
Earths terrific creature!!
#তিন_বছর_পর
ম্যাদা মেড়ে কেন ভাই_ !!!??
_যেখানে যা কিছু পেয়েছিনু আজ, সব হারায়েছি তাই!!
দুঃখ করোনা, আবার আসিবে- হারিয়েছো আজ যাই,
_ছোট্ট হৃদয় পুরো তার তরে, আর কোথা ফাঁকা নাই!!!
#দু_বছর_পর…
অতঃপর প্রেম আবার আসিবে_ এইরকম-ই হয়…
আবার বলিবে, বুক ফুলিবে, সে এরকম নয়… 🙂
#শাওন এরিক
১৩টি মন্তব্য
আবু খায়ের আনিছ
চব্বিশ ঘন্টা হতে বিশ মিনিট বাকী ছিলো।
কবিতা না হয়ে রম্য হওয়াই ভালো ছিলো। ঠিক কবিতা হিসাবে মেনে নিতে পারছি না। যদিও আমি নিজে কবিতার নিন্মমানের পাঠক, তাই অনেক কবিতার মর্মই বুঝি না।
শুভ কামনা।
শাওন এরিক
-{@
নীলাঞ্জনা নীলা
মজা পেলাম কিন্তু। 😀
শাওন এরিক
\|/ \|/ \|/
মৌনতা রিতু
প্রেমিকা লাখে একজনা হলেই তো সমস্যা !
প্রেম আসুক আবার, আবারো গর্বে বুক ফুলুক।
আশায় তব বুক বুধে রই।
সুন্দর ও একটু আলাদা পোষ্ট তাই ভাললাগা রইল।
শুভকামনা রইল।
শাওন এরিক
ধন্যবাদ 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা
বেশ মজা পেলাম
(y)
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা
বেশ মজা পেলাম। চালিয়ে যান
(y)
শাওন এরিক
\|/
জিসান শা ইকরাম
এবং আবার বলিবে, আবার বলিবে, বলিতেই থাকিবে 🙂
ভাল লেগেছে,
তবে সব ক্ষেত্রে এমন নয় 🙂
শাওন এরিক
তা ঠিক! আমার জন্যেও সত্য নয়! 🙂
ইঞ্জা
মজাই লাগল।
শাওন এরিক
হাহা! 😀