তোমার চোখের মায়া, বাড়িয়ে
দেয় একটুখানি কাজল,
মন মরুতে ঢালবে নাকি
ভালবাসার জ্বল।

তোমার নাকের ডগায়
জমছে ঘামের শিশির,
কাব্য লিখে পার করেছি
হাজার প্রহর নিশির।

ভর দূপুরে বারান্দাতে
এক ঝলকের হাসি,
ভাবনা ভেবে দিতে পারি
হাজার বারো ফাসি।

আজো আমার শ্বাসনালিতে
তোমার চুলের গন্ধ,
যেথায় থাকো, খুঁজে নিবো
হইও যদি অন্ধ।

লাল কমলার, মিশ্রন যোগে
তোমার মুখের রঙ্গ,
প্রেম নগরির, মূল ফটকে
ঘন্টা বাজে ঢং।:P:P:P

বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে ডাইনে বামে চামে চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই।:((:((

৬৮৯জন ৬৮৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ