আরেকটিবার একাত্তর চাই বলব না

রুদ্র আমিন ৫ মে ২০১৫, মঙ্গলবার, ১১:১০:৫৬অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

আরেকটিবার একাত্তর চাই বলব না
তবে একাত্তরের চেয়ে নির্মম সত্য চাই
হলি খেলা খেলতে চাই একরঙে,
দুখের আকাশ বুকে জড়িয়েও নেব না
তবে, সাগরজলকে রাঙিয়ে দেব
তোমার আমার অদৃশ্য জলে, পৃথিবী রাঙাবো নব রঙে
আরেকটিবার একাত্তর চাই বলব না।

জানি জন্ম নেবে না জয়নুল আর বীরশ্রেষ্ঠজন
কিংবা আসবে না ফিরে নজরুল তিতুমীর
হিরোসীমার বিভীষিকাময় মুহুর্তও আসবে না কোনদিন
শুধু জানি ফিরে আসবে কারবালা, পেখম মেলে খেলবে অসত্যের খেলা
সম্মুখে সম্মুখে হবে রক্তের হলি খেলা স্বার্থের দাবানলে
ব্যাভিচারে ছেয়ে যাবে পৃথিবী, সত্যের আলো নিভুনিভু প্রায় তখনি
আসবে প্রলয়, সূর্যাস্ত অতি সন্নিকটে রুখো হানাহানি,
আরেকটিবার একাত্তর চাই বলব না ।

হৃদ চক্ষু মেলে দেখো, এসেছে সময় নিজেকে বলী দেবার
সত্য যেখানে প্রায় তিল পরিমান
মিথ্যের হাতে যেখানে সত্য, নিরীহ প্রাণ,
পশুতে মানব আর মানবে পশুত্ব
এই তো সময় অস্ত্র হাতে নেবার;
অধিকার হিস্যা, স্বাধীনতার মান
জননী জন্মভূমির মাতৃত্ব ফিরিয়ে দেবার
এই তো সময়, পশ্চাতে হায়েনা আর
মানুষ খেকো জানোয়ার, কে, কী দেবে অধিকার
পশু সন্তান; এসেছে সময় বলীর সম্মুখ প্রস্তুত হবার
তিলেতিলে নয় একটিবারের হবো কোরবান
আরেকটিবার একাত্তর চাই বলব না।

উত্তরা, ঢাকা-১২৩০, বিকেল : ০৩:৪৫, ৩০০৪২০১৫।

৭০৫জন ৭০২জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ