আমার আমি ২য় পর্ব

মুইদুজ্জামান ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ১১:২৫:১৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

রংধনুর এই রঙের মেলায়,
মেতেছি আজ আজানা খেলায়।
ছুটে চলি অজানা স্বপ্নের পথে,
ছুটে চলি অনিশ্চিত জীবনের সাথে।
চলি-ফিরি অজানা এক ছায়ার সন্ধানে,
এসেছি বারে বারে অজানা মায়ার বন্ধনে।
এই অজানা ছায়ায়-
এই অজানা মায়ায়-
ছুটে চলেছি আজো এই “আমার আমি”।
অজানার পথে আজো আজানা “তোমার আমি”।
রঙের খেলায়,জীবনের মেলায়,
আজো পথ চেয়ে আমি অবেলায়।
বসে আছি আজো সত্যের সন্ধানে,
হারাবো না কখনো হতাশার অঙ্গনে।

১১৬৯জন ১১৬৯জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ