
আমাদের দিনগুলো সাদা বকের মতো
সাদা হতে হতে শূন্যতায় মিলিয়ে যাচ্ছে।
চোখের নীচে জমাট বাঁধা কালো দাগগুলো
বুঝিয়ে দিলো যেটুকু হৃদয় তরতাজা ছিলো
শকুনের মতো ঠোকরে খাচ্ছে তা-
আমাদেরই পোষা বিষন্নতা।
বুকের ভেতর প্রেম জমিয়ে রেখে
আমরা আজ ভীষণ অসহায়,
এতো এতো প্রেম-ঐশ্বর্যের ভেতর আমরা প্রতিদিন
নিজেদের হত্যা করে চলেছি রাতের কান্নায়।
আমাদের কি কোনদিন মুক্তি হবেনা!
আমাদের হাসিতে কি আর ফুটবেনা!
ক্যাকটাসের মলিন ফুল
আমাদের ভালোবাসার দিনগুলো কি আর
ছুঁয়ে দেখবেনা আমাদের আহত আঙুল?
১০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
অনেক ভালোবেসেও না পাওয়ার কষ্ট অনেক। শুভ কামনা নিরত্তর 🌹
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
হু অসাধারণ এক প্রেম বিরহ রোমান্টিক অনুভব কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
চমৎকার বিরহ গাঁথা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
অনেক প্রেম অনেক কষ্ট, অনেক চাওয়া অনেক না পাওয়া
এই বিরহ কাথা জীবন বহমান।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিম নজরুল
কবির অপেক্ষার সমাপ্তি হোক। বেজে উঠুক মুক্তির জয়গান।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।