এ বড়ই আজব লীলে!

চালিতেছ অহর নিশী,

ধরা পরলেই কেল্লা ফতে।

পার পায় না হোমরা চোমরা,

এমন কি রাজা বাদশাহ।

রেহাই পায় নি

ব্রাম্মন চাড়াল কিংবা কোন মোল্লা মুন্সি।।

 

এইখানেতেই বসত করে পরকীয়া,

বেহায়াপনা আর অনৈতিকতা।

অসম প্রেমের কালজয়ী  ভালোবাসা—-

এখান থেকেই।

সৃষ্টি না কি এখান থেকেই!

ধ্বংসও কি এখানেই!

সবই দেখি তা না না না,

সত্যিই বড় আজব লীলা!!

৫৪৬জন ৪৩৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ