অনন্তকাল বাচিবার ইচ্ছে হই।

মোঃ মজিবর রহমান ২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ০৫:৩৫:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

অনন্তকাল আমি নাহি রবো,
অনন্তকাল আমি তোমারে নাহি পাবো।
অনন্তের মাঝে পড়ন্ত সময় যদি পাই,
তোমারে বাসিয়া যাবো ভাল হৃদয় মাঝে তাই।
তুমি হয়ো নাকো অ-ধরা,
অন্তরে থেকো বাঁধা।
অসীম সময় যদি পাই,
অনন্তকাল আমরা পৃথিবীর বুকে
ফুরতি,আনন্দ উড়াই।

অনন্তকাল

অবিরাম চলিতে চাই ,

অবাক নয়নে দেখিতে চাই

এই ধরা।

৫৬২জন ৫৬২জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ