
হাতকড়া পড়াও প্রভু
হাত দুটো কেটে ফেলো।
আঙুলগুলো ভীষণ যন্ত্রণা দেয়, লিখে ফেলে বারবার
কিভাবে ঘাসগুলো শাদা হয়ে যায়,
কিভাবে বুটের নীচে চাপা পড়ে শুষ্ক মুখ-মানবতার।
আমায় ঘুমুতে দেয়না, আমি ঘুমুতে পারিনা কভু।
আঙুলগুলো কেটে ফেলো প্রভু, আমাকে বাঁচাও।
একেক করে সবকটি-
গাছের ডালের মতো দশটি আঙুল
রক্তে ভিজে যাক বুক পকেট, শাদা পৃষ্ঠা,
ভিজে যাক রাজপথ, সকালের ফুল।
আমাকে মেরে ফেলো প্রভু,
এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি দাও।
হাতকড়া পড়াও প্রভু, হাতকড়া পড়াও।।
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ উপলব্ধিকর কাব্যিক কথা কবি দা ভাল থাকবেন
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
হাত দিয়ে লিখতে পারি না। মুখ দিয়ে কি বলতে পারি। মুখে মুখে স্বাধীন বলি। পরাধীনতার আগলে জীবন গড়ি। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন।
ধন্যবাদ।