
জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া যেই লোক
সে জানে – সন্তান যখন বলে, বাবা! ওরা নিয়মিত
আপেল খায় আমায় কিনে দাও না কেন?
এ প্রশ্নের জবাবে কতোটা নীরবে কেঁদে উঠে বুক।
অতোটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারেনা পাহাড়,
যতোটা শক্ত গাঁথুনি লজ্জিত ঐ বাবার পাঁজরের হাড়।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর ভাবনা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সতত ভালোবাসা জানবেন।
দীপার ডায়েরি
এমন লেখার মন্তব্য হয় না। অল্প কথায় একটা গোটা গল্প লিখে ফেলেছেন
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সতত ভালোবাসা জানবেন।
হালিমা আক্তার
পাহাড় ও কেঁপে উঠে। বিষাদের ছায়া নেমে আসে পৃথিবীর বুকে। অল্প কথায় বিশাল প্রকাশ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সতত ভালোবাসা জানবেন।