রাত নামে সমুদ্রের ফেনার মতন
আমাকে হত্যায় সে আজ উদ্যত
জ্যোৎস্নায় ঢেকে গেছে বন
দু’টো শিয়াল বনের ভেতর
রটায় আলাপন – গভীর রাত এখন
একটু তাজা গোশত প্রয়োজন।
অথচ, কবরে যে মুর্দা থাকে, বহু আগে
সে মরে যায় জীবিত অবস্থাতে।
সে গোশতের স্বাদ নেই, গন্ধ নেই
সমুদ্রের ফেনার মতন রাত নামতেই
মশাল হাতে পালিয়ে যায়, কে বা কারা
এদের চিনতে পারলাম না, হবে হয়তো!
আমি, কিংবা আমার মতো জীবনের দাবিদার যারা।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর উপমায় কাব্যিক প্রকাশ কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ ।
রোকসানা খন্দকার রুকু
জীবনের দাবীদার যার হবার কথা, কি কারনে সে দাবী ছেড়ে দেয়। তখন বেঁচে থেকেও জীবন লাশের মতোই।।।
শুভ কামনা কবি।।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
চমৎকার উপমায় সজ্জিত কবিতা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিম নজরুল
চিত্রকল্প ও উপমা ভাল লেগেছে।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।