ভালোবাসা ভালোবাসি

মুহাম্মদ আরিফ হোসাইন ৪ মে ২০১৬, বুধবার, ১২:৪৪:৩৬পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

মেয়েটা বললো ” I love You…

ছেলেটা বললো ” হু….

মেয়েটা কিঞ্চিত অবাক হইয়া বলিলো ” হু মানে! এতদিন আমার পিছে ঘুর ঘুর করছো! আমি ভাবলাম তুমি লজ্জা পাচ্ছ বলতে! তাই আমিই বললাম! আর এখন ভাব ধরো!!

ছেলেটা বললো ” হু…..

অতপর মেয়েটা কেঁদে দিলো। ;(

তারপর ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকালো! হাত ধরলো শক্ত করে। তারপর বললো ভালোবাসি ভালোবাসি! মন প্রাণ উজাড় করে ভালোবাসি!

মেয়েটা একটু হাসলো ! তবে চোখের অশ্রু পড়া বন্ধ হয় নি। বললো ” তুমি এমন করলে কেন?

ছেলেটা বললো ” স্যরি! আসলে একটু স্মরণীয় করে রাখতে ইচ্ছা হলো মুহূর্তটা।

মেয়েটা ছেলেটার দিকে এমন মায়াভরা চোখে তাকালো যে চোখের দিকে তাকিয়ে হাজার বছর কাটিয়ে দেয়া যায়! (3

৪৯১জন ৪৯১জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ