দামে ঘাম।

ইঞ্জা ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ১২:৩০:২৫পূর্বাহ্ন এদেশ ২০ মন্তব্য

বেড়েছে, বাড়ছে, বাড়বেঃ

সব কিছুর মূল্যের এই অবস্তা, চাল ডাল, লবন, মরিচ, পিয়াজ রসুন, চিনি, মশল্লা, শাক, সবজি কিনা?

জ্বালানি তেল, খাওয়ার তেল, সিএনজি, বিদ্যুত, রেলের, গাড়ীরর ভাড়া, পানি, ঘর ভাড়া সব সব বাড়ছে।

লাগামহীন ভাবে সব বেড়েই চলেছে, দেশ ডিজিটাল হচ্ছে সাথে সব কিছুর দামই ডিজিটালই বাড়ছে কিন্তু আয়?

না আয় বাড়ছেনা, যদিও সরকার বলছে ব্যবসা বাণিজ্য বাড়ছে কিন্তু কোথায় বাড়ছে কিভাবে বাড়ছে শুধু তেনারাই জানেন, দেশের মুষ্টিমেয় কিছু গার্মেন্টস ব্যবসা করছে, ফোন কোম্পানি ব্যবসা করছে আর কেউ কি করছে? ব্যাংকগুলো আইডল মানি নিয়ে বসে আছে ইনভেস্ট করতে পারছেনা কারন ধার নেওয়ার মানুষই নেই যাকে তারা ব্যবসার জন্য টাকা দেবে কারন দেশে ব্যবসার বড়ই অভাব, মানুষ কর্মহীন অবস্তায় আছে, বাড়ছে বেকারত্ব, বাড়ছে মানুষে মানুষে হানাহানি, ছিনতাই, খুন, রাহাজানি, মানুষ এখন কোনটাসা। এরপরেও সরকার নির্বিকার, দেশ চলছে ডিজিটালি, আর কত?

৪৭৫জন ৪৭৫জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন