জানা অজানা বিলাতের গল্পঃ “বিজ্ঞান আবিষ্কারের নেতৃত্ব” দান কারি দেশ ব্রিটেন
ব্রিটেন টেকনলজিক্যাল আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে ।
ব্রিটেনের এই আবিষ্কার
ব্রিটেনের সায়েন্টিফিক রেভুলেসান,ইন্ডাস্ট্রিয়াল রেভুলেসান আর পেটেন্ট সিস্টেমে অবদান রেখেছে
ব্রিটেন কে বলা হয় অনেক বড় বড় আবিষ্কারের জনক । যতো আবিষ্কারক আছে ইতিহাসে তাদেরকে আমাদের সবসময় ধন্যবাদ দিতে হবে।
যতবার একজন মানুষ টিভি অন করে ,কার ড্রাইভ করে, কাপড় ইস্ত্রি করে এমন কি সারা দিন ধরে আমরা যা কিছু করি সব কিছুতেই এই আবিষ্কারক দের অবদান আছে।
আমাদের সব কাজকেই সহজ করে দিয়েছে এই আবিষ্কারক দের আবিষ্কার ।
এমন কি এই যে লেখাটি আমি লিখছি বা আপনি পড়ছেন এগুলোর মধ্যেও এই আবিষ্কারক দের অবদান আছে।
প্রধান প্রধান আবিষ্কার গুলোর মধ্যে ‘স্টিম ইঞ্জিন’ হচ্ছে একটা আবিষ্কার যা কিনা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভুলেসানে বিরাট অবদান রেখেছে। আবিষ্কার করেছেন ‘জেমস ওয়াট’ ।
Joseph Swan (1826-1914) আবিষ্কার করেন লাইটের বাল্ব .
Sir Alexander Fleming (1881-1955) আবিষ্কার করেন ‘পেনিসিলিন’। যা কিনা আমাদের চিকিৎসার ক্ষেত্রে এক বিরাট অবদান রেখেছে।
“রেলওয়ে” যা কিনা ব্রিটিশ সাম্র্যাজ্যে যাতায়াতের ক্ষেত্রকে সহজ করে দিয়েছে।
বাষ্প চালিত ইঞ্জিন দিয়ে তৈরি জাহাজ, ব্রিটিস সাম্রাজ্যে চলাচলে অগ্রণী ভূমিকা পালন করে।
“টেলিগ্রাফ” আবিষ্কার ম্যাসজ আদান প্রদানকে সহজ করে দিয়েছে।
“World-wide Web” একটি ব্রিটিশ আবিষ্কার।
“টেলিভিশন” একটি ব্রিটিশ আবিষ্কার যা পৃথিবীকে বদলিয়ে দায় ।
“এন্টিবায়োটিক” জীবাণু থেকে রক্ষা কারি একটি মেডিসিন। এই মেডিসিন আবিষ্কারের আগে আমাদের আয়ু ছিল খুব কম। মানুষ ক্রমাগত ভাবে জীবাণু দ্বারা আক্রমণিতো হত এবং ৩০/৩২ বয়স হতে না হতেই মৃত্যু বরন করতো ।
“সিমেন্ট” যা কিনা বাড়িঘর বানানোর ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনে।
সেভেনটিথ সেঞ্চুরি থেকে ব্রিটেনের বিজ্ঞানী রা একটার পর আর একটা আবিষ্কার করতেই থাকে। যা কিনা ব্রিটেনের সভ্যতাকে পুরোমাত্রাই চেঞ্জ করে দায় ।
১৬৬৮ সালে Isac Newton, টেলিস্কোপ আবিষ্কার করেন
১৭০১ সালে সিড্রিল মেশিন আবিষ্কার করেন যা দিয়ে জমিতে বীজ ছিটানো তাড়াতাড়ি এবং সহজেই হওয়া সম্ভব হয়।
১৭৫৩ সালে ড্রেনে ব্যাবহারের জন্য ‘হলো পাইপের’ আবিষ্কার হয়। আগে ওপেন ড্রেন ছিল । যা ওপেন থাকার দরুন দুর্গন্ধ ছড়াতো ।
১৭৬৫ সালে স্পিনিং জেনির আবিষ্কার হয়।সুতো তৈরি মেশিন যা দ্বারা অল্প সময়ে অনেক বেশি সুতো তৈরি হয়।
১৭৮১ সালে কাস্ট আইরন ব্রিজ আবিষ্কার হয়
১৭৮৩ ভালো জাতের গরুর ভ্রূণ দিয়ে আর্টিফেসিয়াল ভাবে বাচ্চা বানানো আরম্ভ হয়।
১৭৯৮ সালে Edward Jenner “Vaccine” আবিষ্কার করেন যা মানুষের মৃত্যু হার কমায়।
১৭৮০ সালে টুথ ব্রাস আবিষ্কার করেন William Addis
১৯থ সেঞ্চুরির যত আবিষ্কারঃ
১৮০৪ Locomotive Railway
1814 Robert Salmon “Haymaking Machine” আবিষ্কার করেন । যা দ্বারা অটোমেটিক ভাবে সমস্ত খড় কেটে আবার এক সঙ্গে অনেক খড় প্যাকেজ হয়ে যায় ।
১৮১৪ সালে William Sturgeon ,Electro Magnet আবিষ্কার করেন।
১৮৩৯ সালে Pedel Bicycle আবিষ্কার করেন Kirk Patrick Macmillan ।
১৮৫৩ সালে ইলেকট্রিক ক্লক আবিষ্কার ।
১৮৫৩ সালে ট্রাক্টর আবিষ্কার করেন Harry Ferguson
Tim Brners Lee কম্পুউটার আবিষ্কার করেন ।
Alekjandar graham bell টেলিফোনে আবিষ্কার করেন
Edwin Beard Buddiv ঘাস কাটা মেশিন বা মোয়ার আবিষ্কার করেন।
ম্যাস প্রোডাক্ট টুথ ব্রাস William Addis 1780 সালে
ক্লোন আবিষ্কার করেন Keith Campbel
বিংশ শতাব্দী
১৯১৬ সালে যুদ্ধের ট্যাঙ্ক, Walter Gordon Wilson
১৯১০ সালে aircraft
১৯০১ সালে Wireless Signal
হাল্কা ওজনের ট্রাক্টর Dan Albon
১৯২৬ কালার টিভি
১৯৩০ জেট ইঞ্জিন
১৯৩৭ ইমার্জেন্সি টেলিফোন নাম্বার
১৯৪৩ কম্পিউটার
১৯৫৩ এক্স-রে crystallography,DNA Struchure
1964 Higgs Boson Theory
1965 Dairy farming
Rex Paterson ডেই
রি ফার্মের আবিষ্কারক
1966 Cash machine
1992 SMS Message
একবিংশ শতাব্দী
২০০৩ সালে Mars Beagle 2
২০১২ সালে Single Board Computer
২০১৪ সালে Coment নামে রসেটা
Prof Sarah Gilbert কভিড ভ্যাকসিন আবিষ্কারক
২০২০ সালে Covid ভ্যাকসিন
এরকম শত শত আবিষ্কার আরও আছে। যা সংখ্যায় এত লিখতে অনেক পাতা লাগবে।
এটা বলতেই হবে
” United kingdom is the pioneer of invention”
আর Albert Einstein এর কথা দিয়ে শেষ করতে চাই
“The measure of intelligence is the ability to change”
হুসনুন নাহার নার্গিস ,লন্ডন
তথ্য সূত্রঃ
Scientific Culture and the making of the industrial West, Jacob Margaret
Inventing the Industrial Revolution .Macleod Christine
List of English Inventions and Discoveries
ছবিঃ উইকিপিডিয়া
মোট পড়েছেনঃ ২০৮জন
আজ পড়েছেনঃ ৬২জন