আমাকে নষ্ট হতে দেখে তোমার বড় কষ্ট হবে জানি,
তবুও তুমি হাত দুটো উঁচু করে বলবেনা
আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি,
বলবেনা – চলো কোথাও মিলিয়ে যাই।
আমাকে তিলে তিলে নিঃশেষ হতে দেখে
তোমার দু’চোখে জলের মতো দুঃখ নেমে আসবে
তোমার পৃথিবী উলট পালট হয়ে যাবে,
তবুও তুমি বলবেনা – ফিরে এসো।
এসো নতুন করে দুজন একসাথে বাঁচি।
আমাকে যেতে হবে, বহুদূর সে পথ
যে পথে আরো অনেকেই চলে গেছে
নষ্ট জীবন মাথায় করে ওরা রেখে গেছে
পায়ের ছাপ। সে পথেই হেঁটে চলেছি
ক্ষুদ্র হতে হতে শূন্যতায় মিলিয়ে যাচ্ছি।
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেকেই আছে কাউকে ফেরাতে পারেনা,
চলে যেতেই হয় তখন।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ এভাবে বাস্তবতা যদি মানুষ বুঝত তাহলে নেশার নষ্ট পথ থাকত না কবি দা
ভাল থাকবেন————
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।