খারিজ (পরিত্যক্ত)

মনিরুজ্জামান অনিক ২ জানুয়ারি ২০২২, রবিবার, ০৪:১৭:৩৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

আমাকে হত্যা করতে এসেছে একদল স্বাধীনতার পায়রা।

আমি পায়রা ভালোবাসি, একথা ওদের বুঝাতে পারলাম না।

আমার সমস্ত দলিল দস্তাবেজ খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা

উল্টেপাল্টে ওদের দেখালাম।

নাহ্! কিছুতেই ওরা বিশ্বাস করলো না।

সবিশেষ আমি খাটের তলায় লুকানো পুরনো ট্রাঙ্ক

খুলে বের করলাম এক ডজন স্বাধীনতাকামী কবিতা, রক্ত লেগে আছে এখনো কবিতায়।

ওরা কবিতা দেখলো,রক্তের দাগ দেখলো।

তারপর খানিক চুপ থেকে সমস্বরে বলে উঠলো এসোব ভোগাস মিথ্যে তেলচিটে রং।

এসোব বিপথগামী কাগজ।

ওকে এখনই হত্যা করো। ওকে হত্যা করা ফরজ।

আমাকে হত্যার পর হত্যার দায়ে মামলা হলো আদালতে।

বিজ্ঞ হাকিম বললেন পায়রা স্বাধীনতার দূত।

ওরা কখনই স্বাধীনতার পক্ষে থাকা লোককে হত্যা করতে পারেনা।

অতঃপর মামলা খারিজ করা হলো।

আমার কবরের পাশে লাল অক্ষরে লিখে দেয়া হলো

স্বাধীন পতাকায় খামছে ধরা শকুন।

একদলা থু থু নিক্ষেপ করে,অন্তর প্রশান্ত করুন।

 

৭৫১জন ৬৭৩জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ