যেই লোকটা রাস্তায় ঘুরে ময়লা চামড়ার,
মাথায় তার খেলা করে শুধু – বাড়িতে রেখে এসেছে
ক্ষুধার্ত সংসার।
যাবজ্জীবন মৃত্যু বুকে নিয়ে হাটে না তো কেউ!
ঐ লোকটা হেঁটে যায় শুধু,রাজ্যে যখর উন্নয়নের ঢেউ।
জানি,সমাজপতি .. লাল ইটে পৌঁছায় না হাহাকার।
সীসা গলানো কানে শুনতে কি পাও!
চামড়ার বুকে স্লোগান উঠেছে – একমুঠো সাদা ভাত দরকার।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সবই কি তা বলেছে কই সব উন্নয়ন কবি দা ভাল থাকবেন
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ঘুষখোর , অন্যায় চাদাবাদীর ক্রয় ক্ষমতা বাড়লেও মাসহারা আয়কারীর অবস্থা কি সরকার প্রধান তা জানে না জানতেও চাই না। সত্য প্রকাশে ধন্যবাদ কবি।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
দীপার ডায়েরি
ক্ষুধার্ত মানুষের আহাজারি
সমাজপতিদের কর্ণ ভেদ করে
পৌঁছে না কাঠখোট্টা হৃদয়ে
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
দরিদ্রদের হাহাকার ধনীদের পাঁচিল ভেদ করে কর্ণ কুহুরে পৌঁছায় না কখনো। খুব সুন্দর লিখেছেন।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।