একটি জরুরী ঘোষণা।

মনিরুজ্জামান অনিক ৩ অক্টোবর ২০২২, সোমবার, ০৫:২১:২৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী

যেমন জরুরী..

কোন মুমূর্ষ রোগীর জন্য এম্বোলেন্স।

আগুন লাগা কোন বস্তিতে দমকলকর্মী।

পানিতে ডুবতে থাকা মানুষের লাইফজেকেট।

ভবঘুরে কোন পাগলের জন্য একমুঠো সহানুভূতি।

 

আমি জেনেছি তুমি এক প্রতিষেধকের নাম।

আরো জেনেছি আমার যে মরনব্যাধি,

তার একমাত্র ঔষধ তোমার খোশমেজাজী চুমু।

সুতরাং তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী।

দেখা করো, বাঁচাও, বাঁচতে দাও…!!

ট্রাফিক সিগনাল পড়ে যাবে,

আটকে রেখেছি শহুরে সমস্ত গাড়ি।

দ্রুত পার হয়ে আসো জেব্রা ক্রসিং,

তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি।

৫১১জন ৪৫৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ