৫) আমাদের দেশ এবং মুক্তিযুদ্ধ নামে নতুন একটা সিলেবাস তৈরী করতে হবে । যেখানে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা দের সাথে থাকবে রাজাকার দের জিবনী । মাধ্যমিক শিক্ষা ব্যাবস্থা পর্যন্ত এই সাবজেক্ট টা সবার জন্য বাধ্যতামূলক ।
একি বলছেন এতো বড়ো অসম্ভব ব্যাপার ।
কি আর বলছি দাদা , এরা তো মনে হয় পুরো দেশকে সম্পূর্ণ পরিবর্তন করেই ছাড়বে ।
হ্যালো CF হ্যাঁ বল । তাঁবুর সিকিউরিটি লক খুলছে না । এডমিনিষ্টেটর পারমিশন লাগবে ।
কেন ? পার্সওয়ার্ড , প্যাটান লক , ফিঙ্গার প্রিন্ট লক সব গুলো error হল কিভাবে ?
আমার আগে কেউ এই সব গুলি অনেকবার ট্রাই করছে । এজন্য সিষ্টেম হ্যাক হওয়ার সম্ভাবনায় এই গুলি অটোমেটিক টেম্পোরারি অফ হয়ে গেছে । অবশ্য সিকিউরিটি ক্যামেরায় অবশ্যই হ্যাককারীর ভিডিও রেকর্ড করা আছে ।
হুম তাঁর মানে কেউ আমাদের আস্তানার খোঁজ অবশ্যই পেয়েছে । দ্রুত আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে ।
এডমিনিষ্টেটর পারমিশন দিতে হলে আমাদের তিনজনের বারকোড দিতে হবে । খুব সাবধান একজন ভুল করলেই কিন্তু পুরো ল্যাব সহ তাঁবুটা বিষ্ফোরিত হবে ।
আমি জানি সেটা ।
সংবাদ শিরোনাম :
* BBFF এর বেঁধে দেয়া সাত দিনের আজ প্রথম দিন অতিবাহিত । হাতে আছে আর মাত্র ছয় দিন ।
* BBFF বাংলাদেশের প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে না । তাই তাদের কোন গোপন শলাপরামর্শ জানাও সম্ভব নয় । জানালেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ।
* প্রয়োজন হলে ইন্টারপোল কে দিয়ে তদন্ত করা হবে আশ্বাস আইন মন্ত্রীর ।
২য় দিন:
সংবাদ শিরোনাম
* BBFF নির্ধারিত সময়ের পঞ্চম দিনে জমা ফেরতপড়েছে প্রায় এক হাজারের ও বেশী মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ।
* অনেক বছর পর আজ প্রধান দুই দলের নেত্রী আলোচনা সভায় বসছেন । দেশের স্বার্থে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিলেন দুজনেই ।
*পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩০৯ রান ।
চায়ের দোকানে আড্ডা :
দেখ অবস্থা ঠ্যালায় পড়লে বাঘে ধান খায় । এতদিন পর এখন দুইজন আবার এক হয়েছে ।
এটা রাজনীতি ভায়া কখন যে হাওয়া কোনদিকে বইবে তাঁর কোন ঠিক নেই ।
তা যা বলেছেন একেবারে হক কথা ।
ঐ যে রমিজ রাজাকার আসছে । এই সবাই চুপ কর । আস্লামুআলাইকুম চেয়ারম্যান সাব ।
অলাইকুমআস্লাম । কেমন আছ মিয়ারা ?
ভালো আপনি ?
আমার আর থাকা । ভাবছি চেয়ারম্যানি ছেড়ে দেব । আর অবিনেশ মাস্টারের বাড়িটা যুদ্ধের সময় ভুল করে আমার নামে চলে এসেছিল ওটা ফেরত দিয়ে দেব । দেশের যে অবস্থা । সব বাদ দিয়ে যে কয়টা দিন বাঁচি আল্লাহর পথে সময় দিব । যা হোক তোমরা চা খাও আমি একটু ইমাম সাহেবের বাড়ির দিকে গেলাম ।
সালা চামার জোচ্চোর রাজাকার । ভয়ে এখন সব স্বীকার করছে !?
আসুন আসুন বসুন অবিনেশ বাবু । আপনার তো কপাল খুলে গেল
কেন কি হয়েছে ?
রমিজ রাজাকার আসছিলো আপনার বাড়ি নাকি ফিরায়ে দেবে । ওটা নাকি সে ভুল করে এতদিন ভোগ দখল করছে ।
To be continue…………………
৬টি মন্তব্য
ব্লগার সজীব
রাজাকারদের স্থান নেই কোথাও,এমন দেশ চাই।
রণবীর
সহমত । প্রত্যাশা পূরণ অবশ্যই হবে ।
প্রহেলিকা
রাজাকার চিরদিনই রাজাকার, তাদের কোন ঠাই নেই।
রণবীর
ওদের বিষ নিঃস্বাসে যেন এদেশ আর দূষিত না হয় । ধন্যবাদ ।
মরুভূমির জলদস্যু
নতুন বছরের শুভেচ্ছা রইলো -{@
রণবীর
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ।