‘হে নতুন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনে এভাবেই নতুনকে আহ্বান জানিয়েছিলেন। আর তাইতো গুরুর জন্মদিনে তার অনুরাগীরা সাড়া দিয়েছেন সানন্দে। তিনিও বারে বারে ফিরে আসেন বাঙালীর মনে, মননে, চিন্তায়, সব অভিব্যক্তিতে। আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে ধরণীর বুকে রবির কিরণ ছড়িয়ে এক শিশু [ বিস্তারিত ]