পাগলার এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল ঢাকার বাইরে। পাগলা ব্যাস্ততার কারনে যেতে পারে নাই। দাওয়াতের দিন সকালে সেই বন্ধু পাগলারে ফোন দিছে। পাগলা ও তার বন্ধুর মাঝে কথপোকথনঃ পাগলাঃ হ্যালো বন্ধুঃ কিরে কই পাগলাঃ বাসায় বন্ধুঃ আসলি না পাগলাঃ নারে দোস্ত, গত কাল অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরছি। তাই আসতে পারলাম না, [ বিস্তারিত ]