বেশী কিছু আশা করা ভুল- বুঝলাম আমি এতদিনে! মুক্তি মেলে না কিছুতেই- জড়ালে কোন ঋণে! – আজ জগজিৎ সিং–এর এই গানটা মনে পড়ছে খুব! আজ আমি সারাদিন ভোট দেখলাম টিভিতে। এছাড়াও কিছুটা সময়ের জন্য একটা কেন্দ্রের পাশ দিয়ে ঘুরে এসেছি কিছুক্ষণের জন্যে বাজার করার ফাঁকে। যদিও আমি যেখানকার ভোটার অর্থাৎ আমাদের নিজ সংসদীয় এলাকা, সেখানে [ বিস্তারিত ]