●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
রূপকল্প ২০২১ !
একটি স্বপ্ন , একটি বাংলাদেশ । অসাম্প্রদায়িক , প্রগতিশীল , উদার গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন । স্বপ্ন ডিজিটে ডিজিটে , স্বপ্নের নাম ডিজিটাল বাংলাদেশ !
আমাদের বর্তমান সরকারের অঙ্গিকার গুলোর মধ্যে অন্যতম ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সেই অপার সম্ভাবনার ডিজিটাল বাংলাদেশে রুপান্তর ।
তবে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হিসেবে কিছু বিষয়ের প্রতি বাংলাদেশের বর্তমান সরকারকে অভিহিত করতে চাই :
● মানুষের মৌলিক চাহিদা নিশ্চিন্ত করন । যার জন্যে দরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে সক্ষম একটি দ্রুত বিকশমান অর্থনীতি ।
● একটি প্রকৃত অংশীদারিত্বমূলক সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতকরণ । যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার , নারী অধিকার ও সমতা , আইনের স্ব ও সু-শাসন।
● একটি স্থিতিশীল বাজার নিশ্চিত করন । যেখানে থাকবে দ্রব্যমূল্য, আয় – ব্যয় ও দারিদ্র্যের একটি সহিষ্ণু মাত্রা ।
● সবার জন্যে শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করন । যেখানে একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা-ব্যয় সম্পূর্ণ অবৈতনিক , এবং নির্দিষ্ট আয়ের মানুষের জন্যে বিনামূল্যে সাস্থসেবা নিশ্চিত করা , যত দিন না পর্যন্ত আমাদের দেশ সেই উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম না হয়।
● আমাদের যুব সম্প্রদায়কে সৃজনশীলতার বিকাশের নির্দিষ্ট ক্ষেত্র ও তাদের সৃজনশীলতাকে জনকল্যাণে প্রয়োগের জন্যে তাদের সক্ষমতা অর্জনে সরকারি সহায়তা প্রদান নিশ্চিত করন ।
● সামাজিক বৈষম্য হ্রাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ , দেশের তৃনমূল পর্যায়ে সুশিক্ষা নিশ্চিতকরণ পূর্বক কুসংস্কার ও মূল্যবোধের বিপর্যয় প্রতিকার ও প্রতিরোধ নিশ্চিতকরণ ।
● জলবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের মোকাবেলায় সক্ষমতা অর্জন নিশ্চিত করন এবং দেশের সম্পদ অপচয় ত্থেকে বিরত থাকার জোড়াল আহ্বান ।
● প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে নুন্যতম প্রযুক্তির সুবিধা সহ তার সঠিক ব্যবহার নিশ্চিত করন এবং প্রযুক্তি নির্ভর কর্মকাণ্ডে সাধারণকে প্রশিক্ষিত করে তোলা ।
২০১০ থেকে ২০২১ , এই ১১ বছরের দীর্ঘমেয়াদি প্রচেষ্টাকে আমরা সাগ্রহে সাধুবাদ জানাই , তবে পাশাপাশি আমাদেরকেও হতে হবে সমমনা । শুধু সরকারে কাঁধে বোঝা তুলে দিয়ে বসে থাকার দিন শেষ , আর সেটা এই সময়ে শোভাও পায়না । আমাদেরকেও আমাদের সক্ষমতাকে প্রমান করে দিতে হবে প্রতিটি পদক্ষেপে । সামনে আমাদের অপার সম্ভাবনাময় সেই বাংলাদেশ হাতছানি দিচ্ছে । সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের নামটি সমান ভাবে উন্নত বিশ্বের তালিকাতে সমস্বরে উচ্চারিত হবে ।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
বেশ কিছু সিমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার তাঁদের গত শাসনামলে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ১০০০+ ডলারে উন্নিত হয়েছে ।
অপার সম্ভাবনাময়য় বাংলাদেশ অবশ্যই উন্নতি করবে
আমরা তাকিয়ে আছি সেই সোনালী ভবিষ্যতের দিন গুলোর দিকে ।
আর এ বিষয়ে আমাদেরও অনেক করনীয় আছে ।
নিয়মিত এমন আশার পোস্ট দিন , অপেক্ষায় থাকবো ।
শুভকামনা , শুভ ব্লগিং ।
দীপঙ্কর দীপু
আমরা তরুণরা আমাদের তারুণ্যকে পুঁজি করে এ দেশের সার্বিক উন্নয়নের অংশীদার করতে চাই । আপনাদের দোয়া , শুভকামনা আমাদের পাথেয় । ধন্যবাদ ।
লীলাবতী
স্বপ্ন দেখি এমন সুন্দর দিনের । কিন্তু স্বপ্নের বাস্তবায়ন কি হবে ?
মা মাটি দেশ
বেশ বিশ্লষনমুলক পোষ্ট ধন্যবাদ ভাইয়া এমন বিশ্লষনপূর্ণ পোষ্ট দেয়ার জন্য।
সুকান্ত
দুর্নীতি মুক্ত প্রশাসন আর সুশাসন চাই !!!
শিশির কনা
এই স্বপ্নের কি আদৌ বাস্তবায়ন হবে ? আশায় থাকলাম ভাই ।
মোঃ মজিবর রহমান
এই আশায় বুক বেঁধে আছি ভাই।
(y)
স্বপ্ন নীলা
লেখায় ভাল লাগা রেখে গেলাম
নীলকন্ঠ জয়
বাস্তবায়িত হোক এই আশা রাখি -{@
দীপঙ্কর দীপু
আপনাদের কণ্ঠে সুর মিলিয়ে বলতে চাই ,
মানুষ বাচে আশায় , দেশ বাঁচে ভালোবাসায় !
একটা জিনিস খুবই জরুরি , আর তা হল – আমরা যেন নিজ নিজ স্থানে সৎ থাকি । দেকবেন , নিজ ভালো তোঁ জগত ভালো , মুছবে আঁধার জল্বে আলো ।
খসড়া
আমি আশাবাদী। অবশ্যই অবশ্যই জয় আমাদের হবে।
বনলতা সেন
ক্লপ-বিলাসী হতে পারলে ভাল লাগত ।
তবে আশা ছারছিনা ।
শুন্য শুন্যালয়
আমরা সবাই মিলে যদি সহায়তা করি, তবেই সম্ভব এমন স্বপ্নের বাস্তবায়ন ..আশা এখনো রয়েছে
আপনাকে সোনেলায় স্বাগতম -{@