বাস্তবতার কড়া ঝাঁঝে মুষড়ে পড়ে আটপৌরে আহ্লাদ জীবন জুড়ে কি সব টানাপোড়নের আঁকিবুঁকি, কিছু বুঝি... কিছু বুঝি না। আমার মন এখনো সেই ছবির হাটের ফুসকার দোকানেই পড়ে আছে , ঝিরঝির বৃষ্টি ঘরে ফেরার তাড়া নেই এমন একটা পুরোনো বিকেল খুব মনে পড়ে । হাত জুড়ে রেশমি কাঁচের চুড়ি ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত [ বিস্তারিত ]