স্যাতস্যাতে অন্ধকার রুমে পড়ে আছে অনিক, গভীর ঘুমে পড়ে আছে, রওশন ফিসফিস করে বললো, কেন এইভাবে পড়ে আছিস, হাত ধরে টান দিয়ে বললো, চল বন্ধু, আমার সাথে চল। না বন্ধু, আমি যাবোনা এখন। কেন যাবিনা, কি আছে এইখানে? ছায়া আছে, তোর ছায়া, জবাবে অনিক বললো। হটাৎ ধরাম করে দরজা খুললো কেউ, অনিকের ঘুম ভেঙ্গে গেলো, [
বিস্তারিত ]