প্রেমিকা, তুমি হলে সিগারেটের মতো, যতোবার ভাবি এই শেষ টান, ছেড়ে দিবো চিরতরে। তারপর.. খানিক বাদে আবারো ফিরে যাই ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনে টেনে নেই সমস্ত তৃপ্তি। ভাবি, এ ছাড়া হয়তো বাঁচবো না। বাঁচবো সত্যি। তোমাকে যতোবার ছেড়ে যেতে চাই দূরে,আরো দূরে। ততোবারই আমি হয়ে যাই তোমার উঠোনে শিশির বিন্দু। তোমার তাপে উবে [ বিস্তারিত ]