কেমন করে জেনেছ প্রিয় আমি যে অ-নামিকা? তাই বুঝি মধুর স্বরে ডাক! জেনে রেখো; আমি এক বন্দিনী, চারিপাশে ঘেরাটোপ কুহেলিকা। জেনে বুঝে কঠিনেরে ভালোবাসিলাম; সহজে তা যায় না ছোঁয়া! চোখ ফেরানো ও দায়, এ যে সর্বনেশে মায়া! তোমার সনে মনে মনে করব বৃষ্টিস্নান! না হয় খরতাপে পুড়ে ছাই হোক এ জনম। মেঘের পাহাড় বাড়ে বুকের [ বিস্তারিত ]