স্বাধীনতা !!!
এই স্বাধীনতা শুধু চারটি বর্ণেই সীমাবদ্ধ নয় ।
স্বাধীনতা শব্দের মাঝে লুকিয়ে আছে হাজার হাজার বছরের বাঙালির ইতিহাস , বাংলা ভাষার ইতিহাস, বাঙালির সংগ্রামের ইতিহাস । মিশে আছে বাংলা ও বাঙালির হাসি- কান্না,দুঃখ-বেদনা , প্রেম-বিরহ, চাওয়া-পাওয়া ।
স্বাধীনতার সূর্য পুব আকাশে উদয়ের অপেক্ষায় ছিল একটা সুযোগের আশায় । স্বাধীনতার মাধ্যমে পূর্ণতা পেয়েছে বাঙালি, স্বাধীনতা কোন দৈব ঘটনা নয়, স্বাধীনতা পথের ধারে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্য নয় । স্বাধীনতা কষ্টার্জিত এক পরিপক্ক ফসল, সেই ফসল কে ঘরে তুলতে বহু রক্ত ঝরাতে হয়েছে । সহ্য করতে হয়েছে পাকিস্থানিদের অসহনীয় নির্যাতন, ভেঙে গেছে অনেক সাজানো সোনার সংসার, কোনো বোন ভাইয়ের শোক, কোনো ভাই ভাইয়ের শোক, কোনো মা বাবা ছেলের শোকে কোনো স্বজন-স্বজনের শোকে হয়ে গেছে এক জীবন্ত ভাস্কর । কোন চোখে অশ্রু ঝরেনি । শোকানলে দগ্ধ হয়ে চোখের পানি ভস্মীভূত হয়ে শূন্যে মিশেছে ।
স্বাধীনতা এক তীব্র আকাঙ্খার ফসল ,
স্বাধীনতা এক লালায়িত স্বপ্ন, রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে চৈত্রের মধ্য গগন থেকে ছিনিয়ে আনা এক প্রজ্জ্বলিত রক্তবর্ন সূর্য,
যে সূর্য আলো ছড়াচ্ছে প্রত্যেক বাঙালির হ্বদয় মন্দিরে
স্বাধীনতা এক অদম্য স্পৃহা, স্বাধীনতা প্রতিটি বাঙালির শিরা উপশিরায় রক্তের স্রোতের মত প্রবাহিত এক চেতনা
স্বাধীনতা একটা প্রতিশোধ , অন্যায় অত্যাচার বৈষম্যের বিরুদ্ধে একটা ক্ষোভ
স্বাধীনতা অন্যায় অত্যাচারের বিরুদ্বে মাথা নত না করে সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা এক ন্যায্য অধিকার
স্বাধীনতা ভাষা শহীদের রক্তে রন্জিত এক আশার সূর্য,
স্বাধীনতা কোনো স্থান,কাল পাত্রে সীমাবদ্ধ নয়, স্বাধীনতা আমার, তোমার, সবার স্বাধীনতা সার্বজনীন ।
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হায় স্বাধীনতা! বড়ই বেদনার বড়ই জ্বালাতনের আমাদের স্বাধীনতা।
বাড়ীর চাকর কয় আমিই বাড়ীর মালিক।
যার আন্দলন ১৭৫৭ থেকে আর হালার পুলায় কয় জিয়া প্রথম রাস্ত্র পতি
প্রশ্ন তার পুরবে কে ছিল? ২৫ মার্চ জিয়া হলে তার ভাগে কে?
এত বিক্রিতিকারীর আবির্ভাব হলে কিভাবে স্বাধীনতার মুল রচয়ীতার বা মুল মুক্তিকামীর জায়গা কথায়?
বেরের মত আইঞ্জিবিরা যদি এই কয় তবে কার কাছে জাব?
প্রিয় লেখক আপনার অল্প কথায় সুন্দর প্রতিফলন খুব ভালো লাগল।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ।
আমরা সবাই এমন করে বলি কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছি না ।
লীলাবতী
খুব ভালো লিখেছেন। সোনেলায় প্রথম লিখলেন। অপেক্ষা করছি আরো লেখার জন্য। -{@
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
স্বাধীনতাকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
পোস্ট দিতে মনে হয় কিছু সমস্যা হয়েছিল আপনার ।
যে কোন সমস্যা লিখে পোস্ট করুন , বা নিয়মিত মন্তব্য যারা করেন , তাঁদের কাছে প্রশ্ন করুন । সমাধান পাবেন আশাকরি ।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
আমরা যারা জন্মেছিই স্বাধীনতায় তারা কি বুঝবো সত্যিকার আত্মত্যাগ টা?
আপনি প্রথম লিখলেন এখানে, অনেক ভালো লাগল।। শুভ কামনা জানবেন।।
লিখুন আরো… -{@
প্রহেলিকা
অসাধারণ এক লিখনি আমাদের সামনে উপস্থাপন করাতে ধন্যবাদ আপনাকে। আর লিখনিটা স্বাধীনতা নিয়ে লিখতে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব সুন্দরভাবে স্বাধীনতাকে উপস্থাপন করছেন যেটা আমি চেষ্টা করেও পারিনি। লিখতে থাকুন এখনো আমার অনেক কিছু শিখতে হবে। সোনেলায় আপনাকে স্বাগতম। -{@
স্বপ্ন নীলা
অসাধারণ একটি পোস্ট। ভাল লাগলো ভীষণ
শুভকামনা
ব্লগার রাজু
খুব ভালো লিখেছেন। -{@ 🙂 (y)
খসড়া
(y)
রাসেল হাসান
খুব সুন্দর একটি লেখা দিয়ে আপনার আগমন ঘটালেন। আশা করি লিখে যাবেন। স্বাগতম “প্রিয় ব্লগার” -{@
স্বর্গের মেঘ পরী
আপনাদের ভালবাসায় সিক্ত আমি চেষ্টা করে যাচ্ছি আরো ভালো লেখার । দোয়া করবেন আপুনি
স্বর্গের মেঘ পরী
সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ব্লগার রাজু ভাইয়া কে ওনি আমাকে ব্লগে লিখার জন্য অনেক সহযোগিতা করেছেন । আর জিসান ভাইয়া কে ও অনেক ধন্যবাদ ।